বেদ যজ্ঞ সম্মেলনঃ—১১/ ১০/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ--- [ বেদ যজ্ঞ করে মা দুর্গার আরাধনা করে যুদ্ধে
জয়ী হয়ে সত্যকে জেনেছো, তাই আজ বিজয়া সম্মেলনী উৎসব পালন করো সকলকে নিজের
আত্মীয়জ্ঞানে।]
চারদিন ধরে আমরা অপশক্তির সাথে যুদ্ধ চালিয়ে মা
দুর্গার নিকট থেকে চারটি শক্তি লাভ করলাম—দিব্যদৃষ্টি, দিব্যশ্রবণ, বোধি ও বিবেক। এই শক্তি লাভ করে আমাদের মন বৈদিক শুদ্ধতা লাভ
করেছে মা দুর্গার আশ্রয়ে থেকে। তাই আমরা সকলেই সত্যমুখী হয়ে সত্যকে জেনেছি। জড়
সত্যকে আজ বিসর্জন দিয়ে আমরা সকলেই মায়ের
কৃপাধন্য হয়ে অন্তরাত্মার সত্যে সচেতন হয়ে উঠেছি। সারা বিশ্বজয় করে জড় জগতের
মিথ্যা রাজসিংহাসনে বসেও মানুষ ভয়কে জয় করতে পারে না। আজ মায়ের কৃপায় মিথ্যা জড়
সত্যের জীবন থেকে সবায় মুক্ত হয়ে সত্যের রাজত্ব প্রতিষ্ঠা করার শক্তি লাভ করেছি।
এই সত্য রাজ্যজয়ের আনন্দে আজ সবায় মাতোয়ারা—মেতেছে সকল সত্যদ্রষ্টা ঋষিরা বিজয়া
সম্মেলনী উৎসবে। সারা বিশ্বের মানুষের আত্মা মায়ের সত্যরূপ দেখে মুদ্ধ হয়েছে। সবার
হৃদয় থেকে মুছে গেছে ভেদজ্ঞান। সবায় আজ একই বেদ জ্ঞানের আলোতে আলোকিত হয়ে উঠেছে।
জয় মা দুর্গা।



