Home » » বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ১০/ ১০/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ১০/ ১০/ ২০১৬


বেদ যজ্ঞ সম্মেলনঃ—১০/ ১০/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিসয়ঃ—[ বেদ যজ্ঞ করে নবরাত্রি যাপন করে মা দুর্গার নিকট থেকে আজকে দৈবীচেতনা লাভ করো।]
  মা এসেছেন তাঁর সন্তানদের সাথে থেকে কেবল আনন্দ করার জন্য নয়। তিনি বিভিন্ন বৈদিক যাগ- যজ্ঞ- ক্রিয়া শিক্ষা দিয়ে তাঁর সন্তানদের চেতনাও জাগ্রত করে দেন। প্রতিটি মানুষের মধ্যে দুটি চেতনা বিদ্যমান—একটি মানুষী চেতনা ও অপরটি দৈবী চেতনা। দিনের বেলা মায়ের পূজা ও সাধনা করে আমরা প্রাকৃত চেতনা মায়ের নিকট থেকে লাভ করে থাকি। সেই চেতনাকে ধরে রেখে আমরা আমাদের জীবনের নিত্য প্রয়োজনীয় সহায় – সম্পদ লাভ করার কলা কৌশল শিক্ষার দিক সহজ করে নিতে পারি মায়ের আশীর্বাদ পেয়ে। দিনের অবসানে রাত্রির আগমনে ধীরে ধীরে প্রাকৃত চেতনা অসার হতে থাকে। মা তাই এই নবরাত্রিতে তাঁর সন্তানদের ডেকে নেন নিজের ঘরে—তিনি তাঁর চৈতন্যময়ী রূপ দেখিয়ে সন্তানকে করে তোলেন আত্মিক চেতনাসম্পন্ন সত্তা। আত্মিক চেতনায় হচ্ছে মানুষের দৈবী চেতনা। এই চেতনা মায়ের কৃপা না হলে কেউ লাভ করতে সক্ষম হয় না। জয় মা দুর্গা।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide