Home » » বেদ যজ্ঞ সম্মেলন ঃ-- ২৫/ ০৯/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলন ঃ-- ২৫/ ০৯/ ২০১৬


  বেদ যজ্ঞ সম্মেলনঃ--- ২৫/ ০৯/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
 আজকের আলোচ্য বিসয়ঃ--- [ বেদ যজ্ঞ করবে বেদের আদেশ মান্য করে পরম প্রিয় বস্তু, পরম সত্য বস্তু ও পরম আনন্দকে লাভ করার জন্য।]
 বেদ যজ্ঞ করবে অন্তর্জগতকে ওঁ –ধ্বনির দ্বারা শাসন করার জন্য।  ওঁ- কার শব্দের মধ্যেও তিনটি ভাবময় জগৎ বিরাজ করছে। অ- কার আনন্দময় জগৎ। উ- কার চৈতন্যময় জগৎ এবং ম-কার সৎ বা অনন্তময় জগৎ। এই তিন জগতকে জেনে ওঁ –কারের আদেশ মান্য করে অন্তর্জগতকে বহির্জগতের রূপময় কামনা- বাসনা- লোভ মোহ- ক্রোধ থেকে মুক্ত রাখতে হবে। ওঁ বেদের আদেশ- বাচক শব্দ বা ধ্বনি। বেদ যজ্ঞকালে ওঁ বলে ঋত্বিক আজ্ঞা প্রদান করেন। সমস্ত সংসারের উপর, আমাদের সমস্ত কর্মের  উপর, মহৎ আদেশরূপে নিত্যকাল ওঁ ধ্বনিত হচ্ছে। জগতের অভ্যন্তরে এবং জগতকে অতিক্রম করে যিনি সকল সত্যের পরম সত্য, তিনিই ওঁ। তিনিই আমাদের হৃদয়ের মধ্যে সকল আনন্দের পরমানন্দ রূপে বিরাজমান। তিনিই আমাদেরকে কর্মসংসারে সৎ কর্ম করার পরমাদেশ দিয়ে চলেছেন। তাঁর দীপ্তিতেই সমস্ত জগৎ দীপ্যমান। তিনিই অন্তরতর পরমাত্মা হয়ে পুত্র হতেও প্রিয়, বিত্ত হতেও প্রিয় হয়ে রয়েছেন। তাই ওঁ সকলের প্রিয় বস্তু, পরম সত্য বস্তু ও পরম আনন্দদায়ক। বেদের এই সত্য জেনে—সত্যকে ত্যাগ করবে না, বেদের ধর্মকে ত্যাগ করবে না, বেদের কল্যাণকে ত্যাগ করবে না, বেদের মহত্ত্ব হতে নিজেকে দূরে সরিয়ে রাখবে না। এটাই বেদের বা ওঁ পরব্রহ্মের অনুশাসন। ওঁ রাম শ্রীরাম জয় জয় রাম। রঘুপতি রাঘব রাজা রাম।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide