বেদ যজ্ঞ সম্মেলনঃ—০৯/ ০৮/ ২০১৬ স্থানঃ-
ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞে কি আহুতি দিয়ে বেদ ভগবানকে সন্তুষ্ট
করা হয়ে থাকে।]
আমরা তো সাধ্যবস্তুকে বেদ যজ্ঞের মাধ্যমে
জানতে চাই। কেবল জানতে চাই বললে ভুল হবে সেই পরমপুরুষের সাথে একাত্মক হয়ে তাঁর
স্বাদ গ্রহণ করতে চাই। বেদে পুরুষসুক্তের প্রধান কথা বিরাট সৃষ্টিসংসার জুড়ে
বেদযজ্ঞ চলছে, এই সৃষ্টিসংসার একটি বিরাট
যজ্ঞ। এই যজ্ঞে পরমপুরুষ আপনাকে আহুতি দিয়েছেন, দিতেছেন এবং অনন্তকাল ধরে দিবেন।
এই মহাযজ্ঞ নিরন্তর চলছে ও চলবে। এই সত্য জেনেই আমাদেরকে পরব্রহ্ম পরমপুরুষের সাথে
একাত্মক হয়ে বেদযজ্ঞে নিজেকে আহুতি দিতে হবে পরমসত্যকে জেনে। তিনিই এই মহাযজ্ঞের আয়োজক—তিনিই
পুরোহিত- তিনিই যজমান- তিনি বলি। তাঁর আত্মবলি হতেই নিখিল ব্রহ্মাণ্ডের যা কিছুর
উদ্ভব- স্থিতি- গতিময় – লয়। আমরা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সকলেই এই মহাযজ্ঞের সাথে
যুক্ত আছি। আমাদের প্রতিটি শ্বাস- প্রশ্বাসের মধ্য দিয়ে এই বেদযজ্ঞ হয়ে চলেছে
স্বাভাবিক গতিতে। এই মহাসত্যে নিজেকে বলি বা আহুতি দিলেই বেদ ভগবান সন্তুষ্ট হন।
এই আহুতি দিতে এসে আমরা বিশাল লাইনে পড়ে যায়--- তখনি জীবন নিয়ে নানাবিধ সমস্যা
সৃষ্টি হয়। যারা বুদ্ধিমান তারা কেউ লাইনে দাঁড়িয়ে বিধান লঙ্ঘন করে না। আর যারা তাঁর দেওয়া বিধান লঙ্ঘন করতে
যায় তারাই শাস্তি পেয়ে বার বার লাইনের পিছনে আসতে বাধ্য হয়। এই আনন্দযজ্ঞে যোগ
দিতে এসে জীব এমন মায়া – মোহতে ডুবে যায় যে এই যজ্ঞের রহস্য জানতেই কত জন্ম পার
হয়ে যায় তা কেউ অনুধাবন করতেই পারেনা। জয় বেদ যজ্ঞের জয়।