Home » » বেদ যজ্ঞ সম্মেলনঃ--০৫/ ০৮/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ--০৫/ ০৮/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ—০৫/ ০৮/ ২০১৬ স্থানঃ- ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃবঃ
আজকের আলোচ্য বিষয়ঃ- [ বেদ যজ্ঞের দ্বারা পবিত্র হয়ে নিজের প্রতিবেশীকে নিজের মতোই ভালবাসবে সহজ সরল ভাবে।]

বেদ যজ্ঞের মাধ্যমে তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন ঢেলে দিবে ঈশ্বর প্রেমে ও তাঁর সেবায়। এটি নিশ্চয় তোমার জীবনের মহৎ ও আনন্দদায়ক কাজ। সেই সাথে তোমার প্রতিবেশীর সমস্ত দায়িত্বভার নিয়ে তাকেও তোমার মতো গড়ে তোলো তবেই তোমার বেদ যজ্ঞ সার্থক হবে—তোমার বেদ ভগবান তোমার প্রতি সদয় হবেন। তোমার ধন তখনি সার্থক হবে যখন প্রতিবেশীর জীবন গড়ার কাজে তা ব্যয় হবে। তোমার জ্ঞান ও শিক্ষা তখনি উজ্জ্বল রূপ পাবে যখন তোমার জ্ঞান ও শিক্ষা পেয়ে প্রতিবেশী তোমার ন্যায় হৃদয়বান হয়ে উঠবে। তাছাড়া ধনবান- জ্ঞানবান- শিক্ষিত মানুষের পক্ষে বেদযজ্ঞ করে বেদ ভগবানের রাজত্বে প্রবেশ করা বড় দুষ্কর। যদি একবার বেদ ভগবানের কৃপায় তাঁর জ্ঞান- বিজ্ঞানের রাজত্বে প্রবেশের ছাড়পত্র পেয়ে যাও তবে এই পার্থিব জগতের ধন- দৌলত- সহায় – সম্পত্তি সব অসার হয়ে যাবে। তখন পেয়ে যাবে মুক্ত জীবন। স্বাধীনভাবে ১০৮টি আনন্দধারায় সাঁতার কাটতে পারবে এবং দেখতে পাবে সেখান থেকে উঠে আসছে কত অমৃতধারার সঙ্গীত তোমার জীবনকে ঘিরে। এই বেদ সঙ্গীত লিখে- গেয়ে তুমি শেষ করতে পারবে না, অহরহ তারা নব নব রূপ নিয়ে উঠে আসতেই থাকবে আনন্দধারা থেকে, তখন কত সদশ্চিদানন্দকে দেখতে পাবে তোমার জীবনকে ঘিরে। কত ধন- দৌলত- সহায় – সম্পদ – আত্মীয়- পরিজন নিবে এই অমর জীবনকে ঘিরে  – যেখানে কোন জরা- ব্যাধি- মৃত্যু নেই তোমার জীবনকে নিয়ে।  জয় বেদ যজ্ঞের জয়। 
Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide