বেদ যজ্ঞ সম্মেলনঃ—০৬/
০৬/ ২০১৬
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে সংগ্রামী হও-- সংগ্রাম বিমূখ জাতির উন্নতি কখনো হতে পারেনা।]
যারা বেদ যজ্ঞ করে সংগ্রামী জীবন ধারণ করে এগিয়ে
চলে তাদের উন্নতি কেউ রোধ করতে পারে না। আর যে জাতি সংগ্রাম বিমুখ হয়ে
পরমূখাপেক্ষী হয়ে থাকে তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে
যায়।।আর যে জাতি নিজের জীবন
দর্শনের ও জ্ঞানের গুরুত্ব বুঝে সদায় সংগ্রাম করে চলে তাদের জীবন দর্শনের উন্নতি
ক্রমাগত বৃদ্ধি পেতেই থাকে। তারা কোথাও আটকে থাকেনা কালের গতিতে। এই মানব জাতিরাই
পৃথিবীর বুকে মানব সভ্যতার উন্নতির শিখরে উঠে। নাম ডাকের জন্য এরা কাজ করেনা –
তারা জানে সূর্য উঠলেই সেই আলোতে সবায় আলোকিত হবে। বেদ জ্ঞান সূর্যের ন্যায়
তেজস্বী—এই জ্ঞানের বাতি একবার জ্বলে উঠলে সেই আলোতেই বিশ্বের মানব সভ্যতা উজ্জ্বল
হয়ে উঠে। তখন বিশ্বের সেরা জাতি রূপে স্বাভাবিক ভাবেই সেই জাতির স্থান বিশ্বের
দরবারে হবেই। বেদ যজ্ঞের মাধ্যমে যে জাতি
ভালো হবে এবং সবার মঙ্গল কামনায় রত থাকবে সেই জাতিরই উপকার হবে সবদিক থেকে। অপর
জাতি হিংসা করেও তাদের কোন ক্ষতি করতে পারবে না। হিংসা করতে গিয়ে তারা নিজেদের
ধ্বংস নিজেরাই ডেকে আনবে। বেদ যজ্ঞ করে নিজেদের মঙ্গলের কথা ভেবে যে জাতি সকলের
মঙ্গল কামনায় কর্ম করে চলে তারা কখনো অপরের ভালো- মন্দের দিকে চেয়েও দেখে না –
কেবল তাদেরকে সৎ ও কল্যাণের পথে আহ্বান করে মানব ধর্মের মঞ্চে অবস্থান থেকে। যুগ
যুগ ধরে সনাতন ধর্মের মানুষ সারা বিশ্বের সবশ্রেণির মানুষকে আত্মীয় ভেবে উদার হবার
পরামর্শ ও শিক্ষা দিয়ে চলেছেন। এই সনাতন মানবজাতি
বিশ্ব মানব ধর্ম শিক্ষার ব্যবস্থা
করে চলেছেন যুগযুগ ধরে বেদ যজ্ঞের মাধ্যমে। মানুষের সংকীর্ণ মনকে জাতীয় জ্ঞান-
মানবিক মুল্যবোধ- নৈতিক জ্ঞান ও আত্মিক জ্ঞানের শিক্ষা দিয়ে ব্যাপ্তির উদ্দ্যেশে
উদার করে নিয়ে যাবার ব্যবস্থা ভারতীয় দর্শনে এক শক্তিশালী ও বিরল পন্থা
সর্বশ্রেণীর মানুষের মঙ্গলময় সভ্যতা গড়ে তোলার জন্য। তাই ভারতের শিক্ষায় বেশী
গুরুত্ব দেওয়া হয় মানব সম্পদকে—এই সম্পদকে সবার জন্য উদার করে না তুলতে পারলে
বিশ্বে কোনদিন কেউ শান্তি- ঐক্য- সত্য ও সাম্যকে প্রতিষ্ঠা করার চিন্তা করতেই
পারবে না। ভারত হলো পুণ্যভূমি ও দেবভুমি – এখান থেকেই যুগে যুগে শিক্ষার আলো
বিশ্বের অন্যত্র ছড়িয়ে পড়ে—যখন বিশ্বের অন্যান্য দেশে অরাজকতা ও মেকি ধর্মের
সভ্যতা মাথা চাঁড়া দিয়ে উঠে। তাই বেদ যজ্ঞের মাধ্যমেই একদিন এই ভারতভুমিই
বিশ্ববাসীকে সত্যের পথ দেখাবে এবং ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ও ভারতবাসীর
স্বপ্ন পূরণ হবে। জয় বেদ যজ্ঞের জয়।।
================================================