Home » » বেদ যজ্ঞ সম্মেলন --০৮/ ০৬/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলন --০৮/ ০৬/ ২০১৬




 বেদ যজ্ঞ সম্মেলনঃ ০৮/ ০৬/ ২০১৬ স্থানঃ জগন্নাথ ধাম – পুরী                                               আজকের আলোচ্য বিষয়ঃ [ বেদ যজ্ঞ করে শিষ্য হয়ে কেবল গুরু তৈরী করে চলো।]
 বেদ যজ্ঞ করতে বসে কখনো গুরু সনে  বসবে না সারা জীবন শিষ্য হয়ে গুরু তৈরি করার জন্য বেদ যজ্ঞ চালিয়ে যাও নিজের মনে।।
গুরুর আসনে বসলেই নিজ জীবনের গুরুত্ব হারিয়ে ফেলবে-  তখন জীবনের সত্য আর কোথাও খুঁজে  পাবে না।
 বেদ যজ্ঞ করতে গিয়ে বেসুরে গেলেই মনের যন্ত্র খারাপ হয়ে যাবে। মেজাজ তখন দেখবে ঠিক রাখতে  পারবে না। প্রতিপদে পদে অঘটন ঘটাতে থাকবে গুরুর আসনে বসে।
 বেদ যজ্ঞ করতে এসে মেজাজ ঠিক না থাকলে সব ভুল হয়ে যাবে জীবনের পথে এই ভুলের জন্য বিপরীত ফল তখন তোমাকে আক্রমণ করবে।।
প্রকৃতি যে সুরে চলে- তোমার যন্ত্রও সেই সুরে চলে। তোমার মনের যন্ত্র ভেবে দেখো কোন সত্য বলে এই বেদভুমিতে বেদময় জীবন নিয়ে। বেদের বোঝা বইতে এসে কেনো আবর্জনার বোঝা তোমাদের বইতে হচ্ছে—তা জেনে নিয়েই মুক্ত হও আবর্জনার পূর্ণ জীবনের বোঝা থেকে। তাহলেই সর্ব স্থানে বেদের আলো দেখতে পাবে।
 বেদ যজ্ঞ করতে এসে জীবনে যেমন ধুপকাঠি জ্বালাবে তেমনি সুগন্ধি পাবে। ভেবে চিন্তে সেই মনের ধুপকাঠি জ্বালাবে বেদ যজ্ঞের আসরে তাহলে ভুল হবে না এই পথে।
মনকে শিষ্যের আসনে বসিয়ে যত সবায়কে গুরুর আসনে বসাবে ততই অন্তরে জ্ঞান ভক্তি শ্রদ্ধা  বিশ্বাস জেগে উঠবে। শিষ্য হয়ে অন্তরে প্রেমকে যত জাগ্রত করতে পারবে ততই গুরুকে তুমি উজ্জ্বল রূপে দেখতে পাবে  তাঁর আসনেহরি ওঁ তৎ সৎ।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide