বেদ যজ্ঞ সম্মেলনঃ ২৪/ ০৫/ ২০১৬ আজকের আলোচ্য বিষয়ঃ--- [বেদ যজ্ঞ করে নিজের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি রক্ষা করে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করো এবং তোমার হৃদয় মন্দিরের ঈশ্বরকে সন্তুষ্ট রাখো।]
বেদ যজ্ঞ নির্ভয়ে করে চলো প্রতিজ্ঞা নিয়ে কেবল
সত্যকে জেনে প্রতিষ্ঠা করার জন্যে। সত্যকে জেনে সত্যের তরী তৈরী করো ও সেই তরীতে
সবায়কে ভবসাগর পার করার আহ্বান জানাতে থাকো। এই পথ থেকে জীবনে সরে যাবে না- তাহলেই
দেখবে তোমরা নিজের ন্যায়- নীতি ও আদর্শকে ধরে এগিয়ে যেতে পারবে সবায়কে সাথে নিয়ে।
নিজের দিব্য শক্তির প্রতি আস্থা রেখে তোমরা তোমাদের বেদ যজ্ঞ চালিয়ে যাও। এই বেদ
যজ্ঞ থেকেই উঠে আসবে অমৃতের ভাণ্ড তোমাদের জীবনকে সৎ -সত্য- সুন্দর ও জ্যোতির্ময়
রূপ দেওয়ার জন্য। বেদ যজ্ঞ না করলে জীবন অন্ধকার গুহাতেই আবদ্ধ থেকে যায় – কেউ নিজ
আত্মার সৎ- সত্য- সুন্দর ও জ্যোতির্ময় রূপের পোশাক পড়ে পরমপিতার সাথে মিলিত হতে
পারে না।যত বাধায় আসুক তোমরা আদর্শচ্যুত হবে না কোন প্রলোভনে পা দিয়ে।
সত্য কথা বলতে তোমরা কভু ভয় পাবে না নিজের কর্ম করতে
গিয়ে।
মৃত্যু মোদের সাথেই আছে
তাকে কেন ভয় করবে – সদায় তাকে বন্ধু করে
নিয়ে এগিয়ে চলবে।
বেঁচে থেকে মরার মতো নীরব
হয়ে কেন থাকবে – সদায় সত্য বলে
প্রতিবাদ করতে থাকবে- তাহলেই দেখবে কোন মিথ্যায় তোমাকে স্পর্শ করতে পারবে না।
তোমরা মানুষ হয়ে বাঁচার জন্য সংগ্রাম শুরু
করো দেখবে সব বাঁধা দূর হয়ে যাবে তোমাদের জীবন থেকে। তখন সব লোক তোমাদেরকে দেখেই
নিজেদের জীবন পথ পাল্টাতে থাকবে।
তোমাদের কীর্তি রেখে যাবে এই দুনিয়ার বুকে বেদ যজ্ঞের মাধ্যমে—এই
বেদ যজ্ঞ আর বন্ধ হবে এই দুনিয়ার বুকে এই প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলো—তাহলেই দেখবে
সব সমস্যার সমাধান তোমরা অতি সহজেই করে ফেলতে পারবে।
[নিজের ভাবমূর্তি উজ্জ্বল
রাখো।]
রূপ আছে গুণ নাই মূল্য তার
নাই
গুণের পূজারী সকলে দেখো এ
দুনিয়ায়।
গুণের কাছে যারা মাথা নত
করে
তারাই বুদ্ধিমান হয় এ জগৎ
সংসারে।
বৃথা তর্কে কাজ নাই সময়
নষ্ট হয়
সময়ের মূল্য বুঝে কাজ করে
জ্ঞানী মহাশয়।
সময় থাকতে সবায় জ্ঞান লাভ
করো
নিজে ভালো হয়ে সবায় অন্যরে ভালো করো।
জয়
বেদ যজ্ঞের জয়। জয় বেদ ভগবানের জয়।





