Home » » বেদ যজ্ঞ সম্মেলন --- ২০/ ০৫/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলন --- ২০/ ০৫/ ২০১৬


 বেদ যজ্ঞ সম্মেলনঃ—২০/ ০৫ / ২০১৬                                                                                                                     আজকের আলোচ্য বিষয়ঃ -- [ বেদ যজ্ঞ করে সমস্ত সংকীর্ণ ধর্মের বেড়াজাল থেকে মুক্ত হয়ে সত্যকে দর্শন করো।]  
 একমাত্র সত্যই হচ্ছে মানুষের জীবন বেদ ও জীবন জ্যোতিঃ। এই জীবন জ্যোতিঃকে বাদ দিলে জীবনের কোন মূল্য থাকে না। তোমরা এই জীবন জ্যোতিঃকে জীবনের সাথে যুক্ত করার জন্য -- তোমরা সম্প্রদায়ভুক্ত হও তাতে ক্ষতি না—কিন্তু সাম্প্রদায়িক হতে যাবে না। যারা কেবল নিজের ধর্ম বা মতের মধ্যে আবদ্ধ থাকে তারাই সাম্প্রদায়িক—তাই মুক্ত হও এই ক্ষুদ্র চিন্তা ভাবনা থেকে বিশালত্বের সাথে এক হয়ে যাবার জন্যে পুনঃ বেদ যজ্ঞ শুরু হয়েছে তাই যুগের পরিবর্তন হতে চলেছে, তাই তোমরাও পরিবর্তনের স্রোতে ভেসে যাও সব জরাজীর্ণ মতবাদকে ত্যাগ করে। তোমাদের ঈশ্বর কোন সংকীর্ণ মতবাদকে প্রতিষ্ঠা করেননি। তিনি মহাবিজ্ঞানী হয়ে অবৈজ্ঞানিক কোন মতবাদ তোমাদের জন্যে অবতীর্ণ করতে পারেন না। যা সনাতন সত্য তাই কেবল তোমাদের জীবনের সাথে তিনি যুক্ত করে দিয়েছেন—যা যুক্তি- তর্ক বিজ্ঞানের আলো দ্বারা প্রমাণিত হয়না তা তাঁর জ্ঞান বিজ্ঞানের ঘর থেকে আসেনা মানুষের কল্যাণের জন্যে। তোমাদের সবার জ্ঞান- বুদ্ধি- বিবেক আছে তোমরা নিজেরা গবেষণা করে দেখো- যা সত্য তা গ্রহণ কর- আর যা মিথ্যা তা বাতিল কর- নিজেদের জীবন থেকে। যোগ- বিয়োগ- পুরণ- ভাগ এটাই হচ্ছে তোমাদের জীবনের হিসাব। যা সত্য তা জীবনের সাথে যুক্ত করবে—যা মিথ্যা তা বিয়োগ বা বাতিল করবে—যা তোমার না তা অপরের নিকট থেকে নিয়ে পূরণ করবে—আর তোমার যা আছে তা সবায়কে ভাগ করে দিয়ে যাবে—তাহলেই দেখবে কোথাও জীবনের গড়মিল হবেনা। সত্যকে দর্শন করার সাধনা না করলে কেউ সত্যকে দর্শন করতে পারেনা। তুমি নিজে সত্য না হলে তোমার দর্শন কেউ পেতো না- তুমি সত্য হয়েই বার বার ভূমিষ্ঠ হচ্ছো কিন্তু নিজেকে সত্য বলে বিশ্বাস করতে পারছো না। নিজেকে সত্য বলে না জানার জন্য -  এই পার্থিব জগতের অজ্ঞান- মোহ- দুর্বলতা তোমার অন্তরে কাজ করছে? গভীরভাবে চিন্তা করো তাহলেই বুঝতে পারবে তুমি আবদ্ধ হয়ে আছো নিজের ধর্ম ত্যাগ করে সামাজিক- পার্থিব জগতের বিভিন্ন ধর্মের বেড়াজালে। তোমরা নিজের ধর্ম ত্যাগ করে যত পর ধর্মের প্রতি আসক্ত হবে ততই সত্য থেকে বিচ্যুত হয়ে পড়বে। নিজের ধর্মে স্থির থেকে মৃত্যুও শ্রেয় কিন্তু পরধর্ম তোমাদের জীবনের জন্য ভয়াবহ, তা জেনে কেবল নিজের সত্য জ্যোতিঃতে স্থির থেকে বেদ যজ্ঞ করে যাও—তাহলেই আত্মজ্যোতিকে দেখে আনন্দলোকে সদায় অবস্থান করতে পারবে। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide