[ বেদ যজ্ঞের মাধ্যমে নিজের জীবনকে যত সহজ- সরল করবে ততই তুমি সবকিছুই সহজ
সরল ভাবে জানতে পারবে।]
সহজ
সরল জীবন আর সহজ সরল জ্ঞান নিয়ে সদায় সত্যমুখী হয়ে নিজের কর্তব্য কর্ম করে যাও।
বৃথা লোভ করতে গিয়ে জীবনটাকে আবর্জনার স্তূপে চাপা ফেলতে যাবে না তাহলেই দেখবে এই
জীবন স্বাভাবিক সৌন্দর্য নিয়ে ফুটে উঠবে। তোমার ঈশ্বর তোমার সাথেই তোমার হৃদয়
মন্দিরে অবস্থান করছেন, এই সত্য জেনে তাঁকে মিথ্যার পিছনে ছুটতে গিয়ে কলুষিত করতে
যেও না। ঈশ্বর মঙ্গলময় সবার জন্যে তাই তুমিও মঙ্গলময় সবার জন্যে। ঈশ্বর ক্ষমাশীল সবার
জন্যে তাই তুমিও ক্ষমাশীল সবার জন্যে। তিনি সর্বভূতে বিরাজ করছেন তাই তুমিও
সর্বভূতে বিরাজ করছো। তাঁর জন্ম মৃত্যু বলে কিছু নেই তাই তোমারও জন্ম মৃত্যু বলে কিছুই থাকতে পারে না। তিনিই একমাত্র
সত্য হয়ে কেবল সত্য বা অমৃত রস পান করেন তাই তুমিও সত্য হয়ে কেবল সত্য বা অমৃত রস
পান করে যাও। তাঁকে যারা ভালবাসেন তিনিও তাঁদের ভালবাসেন তাই তুমিও সেই পথ ধরে
চলো। তিনি কাউকে ঘৃণা করেন না ও হিংসা –দ্বেষ – বিদ্বেষের বাতাবরণ সৃষ্টি করেন না,
তুমি সেই পথ ধরে চলো। তোমার ঈশ্বর তোমার হৃদয় মন্দিরে সৎ- সত্য- সুন্দর ও
জ্যোতির্ময় হয়ে বিরাজ করছেন, এই সত্যকে সর্বক্ষেত্রে কেবল প্রতিষ্ঠা করে যাও বেদ
যজ্ঞের মাধ্যমে। তিনি যেমন তাঁর বৃহত্তর সংসার বেদ জ্ঞানের উপর ধারণ করে পরিচালনা
করছেন, তুমিও তোমার জগত সংসার বেদ জ্ঞানের উপর ধারণ করেই পরিচালনা করো, তাহলে কোন
অশুভশক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না। হরি ওঁ তৎ সৎ।



