Home » » বেদ যজ্ঞের মাধ্যমে সদগুরুর আশ্রয়ে থেকে শব্দ ও ধ্বনি বিজ্ঞানের গুরুত্ব বুঝে মধুর ও সত্য বচন দিয়ে তোমাদের জীবন রাঙিয়ে তুলো স্বর্গীয় আলো দিয়ে।

বেদ যজ্ঞের মাধ্যমে সদগুরুর আশ্রয়ে থেকে শব্দ ও ধ্বনি বিজ্ঞানের গুরুত্ব বুঝে মধুর ও সত্য বচন দিয়ে তোমাদের জীবন রাঙিয়ে তুলো স্বর্গীয় আলো দিয়ে।


[ বেদ যজ্ঞের মাধ্যমে সদগুরুর আশ্রয়ে থেকে শব্দ ও ধ্বনি বিজ্ঞানের গুরুত্ব বুঝে মধুর ও সত্য বচন দিয়ে তোমাদের জীবন রাঙিয়ে তুলো স্বর্গীয় আলো দিয়ে।]
 শব্দ ও ধ্বনিই হচ্ছে জীবের শক্তি, জ্ঞান ও চলার পথ। এই শব্দ ও ধ্বনি থেকেই সবার উৎপত্তি হচ্ছে আবার সবায় তাতেই মিশে যাচ্ছে। শব্দ ও ধ্বনির তরঙ্গ জীব দেহে উত্তেজনার সৃষ্টি করে ও সেই উত্তেজনা নানারূপ ধারণ করে জীবন স্রোতকে ধারণ করে রাখে এই পৃথিবীর বুকে। যখন মানুষ এই শব্দ ও ধ্বনির রহস্য জেনে তাকে সৎ পথে চালিত করে তখন শব্দ ও ধ্বনির উৎপত্তিস্থল থেকে কেবল পবিত্র জ্ঞান উঠে আসে তার জীবনকে সৎ- সত্য- সুন্দর ও জ্যোতির্ময় রূপে সাজিয়ে তোলার জন্যে। এই রহস্যশক্তি জানার পর সেখান থেকে আর কোন কুটিল ও মিথ্যা শব্দ ও ধ্বনি কিছুতেই মাথাচাড়া দিয়ে উঠে আসতে পারে না মানুষকে পথভ্রষ্ট করার জন্যে। ধ্বনির যে সাতটা সুর আছে তা আত্মার সাথে যুক্ত হয়ে এক অভিনব পদ্ধিতে তা বিশালত্বের সাথে যুক্ত হয়ে যায়। তখন সদগুরুর বচন মান্য করে কেবল তাঁর মুখ দিয়ে এক অক্ষর এর উপর ভর করে সত্যভাষণ উচ্চারিত হয়। এই বেদের বচন মানুষের প্রাণে শক্তির সঞ্চার করে ও সেই বচনের দ্বারা মানুষকে পবিত্র সত্তায় পরিণত করে। এই শব্দ ও ধ্বনি শক্তি অবিনাশী হয়ে মানুষকে অমরত্ব দান করে তাকে ঈশ্বরের সুরের সাথে যুক্ত করে। তাই মানুষের উচিত ভেবে চিন্তে শব্দ ও ধ্বনি উচ্চারণ করা। কারণ এই শব্দ ও ধ্বনি মানব জীবনের মহা ঔষধ। এই ঔষধ মনের মাধ্যম দিয়ে প্রাণে সাড়া যোগায় ও আত্মাকে আনন্দে আত্মহারা করে রাখে। এই ঔষধের শক্তিবলে পশুও মানুষের বশ হয়ে যায় মানুষ তো কোন কথায় নাই। এই সহজ সরল শব্দ ও ধ্বনিকে বুকে নিয়েই এই বিশ্বে মানুষের জয়যাত্রা। তোমরা যত গায়ক- গায়িকা- যোগী- মুনি- ঋষি – মহাপুরুষ দেখে চলেছো সবায় এই পথের সাধক সাধিকা। এমনকি মিথ্যাবাদী রাজনৈতিক নেতা মন্ত্রী তারাও এই পথে সাধনা করেই তাঁদের পদ ধরে আছেন। তাই তোমরা কেবল বেদ যজ্ঞের মাধ্যমে আকাশে – বাতাসে- জলে- স্থলে- অন্তরিক্ষে যে পবিত্র শব্দ ও ধ্বনি ভেসে বেড়াচ্ছে তাদেরকে চয়ন করে স্বর্গীয় আলো জ্বালিয়ে জীবন ধন্য করো ও জগতের সবার মঙ্গলের পথ ধরে এগিয়ে চলো। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide