[ বেদ যজ্ঞ করে সত্য- ত্যাগ ও সেবাকে তোমরা নিজেদের ধর্ম জেনে ঈশ্বরমুখী
হয়ে এগিয়ে চলো।]
আমি বিশ্বব্রহ্মাণ্ডের বুকে রাজত্ব চালাই সত্য,
ত্যাগ ও সেবাকে নিজের ধর্ম মান্য করে। সর্বকর্মের মাঝে আমার সেই ধর্মের ছাপ অঙ্কিত
থাকে। এই ধর্ম পালন করতে গিয়ে আমি কোন অহংকার ও চাহিদার মধ্যে আবদ্ধ থাকি না।
নিজের কর্তব্য কর্ম ভেবে ধর্ম পালন করে যায়। আমার শিক্ষায় আমি আমার রাজত্বের সকল
প্রজাকে দিয়ে থাকি। আমার জ্ঞানে জ্ঞানী হয়ে সূর্য, চন্দ্র, নক্ষত্র, অগ্নি, বায়ু ও
বরুণ- সত্য, ত্যাগ ও সেবাকে নিজেদের ধর্ম করে নিয়েছে ও আমার নির্দেশে নিজ নিজ
কর্তব্য কর্ম করে চলেছে একই ধর্মের উপর ভিত্তি করে। এই সনাতন ধর্মকে অস্বীকার করার
কারো পথ নাই। আমি মানুষকেও কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি এই সনাতন ধর্মের উপর
ভিত্তি করে। তাদের হৃদয়কে বিশাল করে মহাকাশের সাথে যুক্ত করে দিয়েছি এই শুঁড়ের
ন্যায় কলম দিয়ে। তাদেরকেও সত্য, ত্যাগ ও সেবাকে ধর্ম করে মহাকাশের দিকে এগিয়ে আসার
জ্ঞান দান করেছি। মানুষ বড় সংকীর্ণ হৃদয়ের হওয়াতে- তারা আমার কথা উপলব্ধি করতে
পারে না। তারা নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে ধর্ম পালন করতে পারে না। তাদের
ঈশ্বরমুখী হয়ে থাকার উপদেশ দিয়ে আমার আশ্রয়ে থেকে নিজেদের ধর্ম পালন করার কথা বলা
হয়েছে, কিন্তু তারা বিপরীত অর্থ বুঝেছে। আমি পবিত্র হয়ে জ্ঞানের পোশাক পরিধান করার
কথা বলেছি, তারা বিপরীত পথে চলতে শুরু করেছে। আমি মাথায় জ্যোতির মুকুট পরিধান করে
আমার আরাধনার কথা বলেছি, তারা মস্তকে অন্য আচ্ছাদন দিতে শুরু করেছে। আমি যত তাদের
অজ্ঞান থেকে মুক্ত হবার জন্য আলো পাঠাই, তত তারা আমার ভয়ে অন্ধকার ঘরে ঢুকে যায়।
তারা নিজেদের ধর্ম কি তা নিজেরাই জানে না। সত্য, ত্যাগ ও সেবার পথে না এসে তারা
অন্ধ- কুসংস্কারকে ধর্ম বলে আঁকড়ে ধরে আছে। সত্য, ত্যাগ ও সেবা হচ্ছে সকল জীবের
ধর্ম। কিন্তু সবাই সত্যকে জানতে সক্ষম হয় না। সত্যকে সত্য দ্বারা একমাত্র মানুষ
জানতে পারে। মানুষ এই সত্যকে জানতে পারলেই উপলব্ধি করতে পারে, তার জীবন পরার্থে
উৎসর্গ করার জন্য উৎপন্ন হয়েছে, তবে কেন এই জীবনকে নিজের কাছে ধরে রাখবে--- এই
জ্ঞান লাভ করলেই মানুষ – জীবের সেবায় সদা নিজেকে নিয়োজিত রাখতে পারে। এই অবস্থায়
মানুষের জ্ঞান স্থির হয়ে গেলে তার হৃদয় মহাকাশের ন্যায় উদার হয়ে যায়। তখন তার
নিজের বলতে কিছু থাকে না। সবকিছু আমার চরণে উৎসর্গ করে সে আমার হয়ে যায়। আমার তখন
তাকে অদেয় কিছু থাকে না। আমার রাজত্বে সে সকলের হয়ে যায় সত্য, ত্যাগ ও সেবাকে ধর্ম
করে। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।