[ বেদ যজ্ঞ করে অপচয় রোধ করার কৌশল জেনে নিয়ে
তোমরা সবার রক্ষক হও।]
মানুষ অসৎ চিন্তা
ও অসৎ কর্মে লিপ্ত থেকে সময় অপচয় করছে। ফলস্বরূপ তারা মানব জীবনটাকেই অপচয় করে
ফেলছে। মানব সম্পদের অপচয় রোধ না করতে পারলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে স্বাভাবিক
নিয়মে। মানুষ সৎ চিন্তা করতে শিখলেই সত্যকে জানতে পারবে। সত্যকে জানতে পারলেই সে
তার সুন্দর রূপ দেখতে পাবে, নিজের শক্তির ভাষা ফিরে পাবে, নিজেকে সাবলীল ভঙ্গীতে
সবার জন্যে প্রকাশ বিকাশ করতে পারবে। তার আত্মার শক্তির সুন্দর রূপ দেখতে পেলে তখন
নিজের পঙ্কিলতা পূর্ণ রক্ত মাংস দিয়ে গড়া জীবনকে তুচ্ছ জ্ঞান করে তা সবার মঙ্গলের
জন্য দান করতে এগিয়ে আসবে মহানন্দে। এই পথে এসে মানুষ পেয়ে যাবে সমস্ত প্রকার
সম্পদ অপচয় রোধের কৌশল। যত ভাণ্ডার খুলে মানুষ নিজের সম্পদ অপরকে দান করবে তত তার
ভাণ্ডার পূর্ণ হবে ও ভাণ্ডার প্রতিনিয়ত নূতন রূপ পেতে থাকবে। আর দান না করে কেবল
যদি সঞ্চয় করতে থাকে তবে সে নিজের বিপদ নিজেই ডেকে এনে আবর্জনার স্তূপে চাপা পড়ে
যাবে- কেউ তার হদিস পাবে না। ঈশ্বর সবার রাখাল হয়ে সবাইকে রক্ষা করার কৌশল স্বরূপ
কিছুই তিনি ভাণ্ডারে সঞ্চয় করেন না, তাই
তাঁর চারণভূমিতে কোনকিছুই অপচয় হয় না। তাই যারা জ্ঞানী ও বুদ্ধিমান তারা কেবল
ঈশ্বরের পথ অনুসরণ করে কোন কিছুই সঞ্চয় করেন না সবই তারা দান করে দেন সবার মঙ্গলের
জন্যে। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।