[ বেদ যজ্ঞ করে অন্তরে
সৎ প্রতিজ্ঞাকে ধারণ করে নিজ নিজ দায়িত্ব পালন করো।]
বেদ যজ্ঞ করেই মানুষকে অন্তরে সৎ প্রতিজ্ঞাকে দৃঢ় করতে হয়। বেদ যজ্ঞের
রহস্য যারা জানে তাদের অন্তরে সদায় সৎ প্রতিজ্ঞার স্রোত প্রবাহিত হয় এবং তারা সৎ
চিন্তা করে সদায় সৎ কর্মে লিপ্ত থাকে। তারা নিজের দায়িত্ব ও কর্তব্য কখনো অন্যের
ঘাড়ে চাপিয়ে দেয় না। সদায় কর্তব্য কর্মে বিভোর থেকে তারা বেদ যজ্ঞ করে যান
সত্যমুখী বা ঈশ্বরমুখী হয়ে। এই কর্তব্য করতে গিয়ে তারা কোন কিছু পাবার আশা করে না
ও কখনো নাম- যশ- খ্যাতির পিছনে ছুটে না। নিজের দায়িত্ব পালন করার মধ্যেই তারা চরম
আনন্দ খুঁজে পায় এবং এই আনন্দরস পান করেই তারা সদা আনন্দলোকে অবস্থান করে সুখী
থাকে। এই সব মহান ব্যক্তির দায়িত্ব ও কর্তব্য কর্ম করতে গিয়ে কোন অজুহাত সৃষ্টি হয়
না কারণ তারা কেউ ইন্দ্রিয়ের বশে কর্ম করেন না, এঁরা সকলেই নিজ আত্মাতে স্থির থেকে
দায়িত্ব ও কর্তব্য কর্ম করে চলেন, তাই এঁদেরকে ক্লান্তি, নিদ্রা, তন্দ্রা বা জাগতিক
কোন ভয় স্পর্শ করতে পারে না। তাই যারা বেদ যজ্ঞ না করে কর্ম করে তারা সকলেই
ইন্দ্রিয়ের দাস হয়ে প্রকৃতির বশে কর্ম করতে বাধ্য হয় এবং সেই কর্মের ফল তাদেরকেই
ভোগ করতে হয়। আর যারা বেদ যজ্ঞের মাধ্যমে আত্মাতে স্থির থেকে নিজের দায়িত্ব ও
কর্তব্য পালন করেন তাঁদেরকে জাগতিক কর্মের কোন ফল স্পর্শ করতে পারে না। ওঁ শান্তিঃ
শান্তিঃ শান্তিঃ।