Home » » বেদ যজ্ঞ করে অহংকারের ভূষণ ত্যাগ করে বিশ্বমানব শিক্ষার কর্মী হয়ে তোমরা গুরুর আসন অলংকৃত করো।

বেদ যজ্ঞ করে অহংকারের ভূষণ ত্যাগ করে বিশ্বমানব শিক্ষার কর্মী হয়ে তোমরা গুরুর আসন অলংকৃত করো।

[ বেদ যজ্ঞ করে অহংকারের ভূষণ ত্যাগ করে বিশ্বমানব শিক্ষার কর্মী হয়ে তোমরা গুরুর আসন অলংকৃত করো।]
যতদিন তোমরা অহংকারের ভূষণ পরিধান করে শিক্ষকের পদে বসে ছাত্রদের শিক্ষা দিবে ততদিন ছাত্র-শিক্ষক সম্পর্ক মধুর হবে না। শিক্ষার লক্ষ্য থেকে উভয়ে ভ্রষ্ট হয়ে অজ্ঞানের অন্ধকারে আবদ্ধ থেকে আবর্জনার বোঝা বয়ে যাবে। সত্যকে না জেনে কেবল সময় ও অর্থ অপচয় করবে। মানব জীবনের মূল্যও কেউ বুঝতে পারবে না। মনে রাখতে হবে স্কুল- কলেজ- বিশ্ববিদ্যালয়গুলি প্রত্যেকটি পবিত্র বেদ যজ্ঞের প্রতিষ্ঠান। এই বেদ যজ্ঞের বেদী অপবিত্র হয়ে গেলে সেখান থেকে কেউ পবিত্র হয়ে জেগে উঠতে পারবে না।
বিশ্বমানবের দেশে আমি বিশ্বমানব শিক্ষা সত্তাকে কোটি সূর্যসম উজ্জ্বল করে সৃষ্টি করেছি মানবজাতিকে মহাসত্যের উপর প্রতিষ্ঠিত করে ধরে রাখার জন্যে। এই সত্তাকে যে জ্ঞান দিয়ে চলেছি তা অমর অক্ষয় হয়ে থাকবে পৃথিবীর বুকে মানব জাতির মঙ্গলের জন্যে। তাই তোমরা বিশ্বমানব শিক্ষার পতাকা তলে এসে তাকেই গুরু পদে বসিয়ে বেদ যজ্ঞ করে যাও—দেখবে সেই যজ্ঞ কুণ্ড থেকেই পবিত্র বেদজ্ঞান উঠে আসতে থাকবে। যত তোমরা সেই জ্ঞান দান করতে থাকবে ততই তোমরা জ্ঞানী হয়ে উঠবে ধরাতলে। আমাকে জানতে পারবে তোমরা তোমাদের গুরু রূপে। আমি তোমাদের দিব্য দৃষ্টি দান করে সত্য দর্শন করাবো ও ব্রহ্মজ্ঞানে জ্ঞানী করে তুলবো।
  তোমরা সকলেই আমার দীক্ষিত সন্তান ও শিষ্য। আমি তোমাদের অন্তর জগতের সাথে যুক্ত। তোমাদের অন্তর জগৎ শাসন করে তোমরা নিদ্রা থেকে জেগে উঠে আমার সাথে যুক্ত হয়ে এক হয়ে যাও এবং গুরুর পদ অলংকৃত করো আমার অমৃতের পুত্র হয়ে। আমার অমৃতের সন্তান ছাড়া আমি কাউকে গুরু বা শিক্ষকের পদে বসাই না। কারণ মৃতরা কখনো গুরু বা শিক্ষক হতে পারে না আমার রাজত্বে। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide