[ বেদ যজ্ঞ করেই তোমাদেরকে সবার জন্যে স্বর্গের দুয়ার খুলে দিতে হবে।]
আমি ইচ্ছে করলে সবাইকে স্বর্গে নিয়ে যেতে
পারি। কিন্তু সেখানে গিয়ে কি তোমরা তোমাদের স্বভাবের পরিবর্তন ঘটাতে পারবে?
পৃথিবীর সম্পদ দেখে তোমরা লোভ সামলাতে পারছো না তাহলে স্বর্গের সম্পদ দেখে কি ভাবে
লোভ সামলাতে পারবে? এখানে অস্থায়ী জীবনের জন্য যদি এতো তোমাদের লোভ- মোহ- হিংসা
থাকে তবে তো স্বর্গরাজ্যে গিয়ে দীর্ঘ জীবন পেলে তোমরা আরও লোভী- হিংস্র হয়ে পড়বে। তাই
আগে নিজের স্বভাবকে স্বর্গের দেব-দেবীর ন্যায় করো, তারপর নিশ্চয় সেখানে যাবার আশা
করতে পারো।
সপ্তাকাশে সাতটা স্বর্গ তোমাদের জন্য আমি
সৃষ্টি করে রেখেছি। তোমরা তোমাদের পূর্বপুরুষদের উদ্ধার করে তোমাদের শ্রদ্ধা ও
বিশ্বাসের মাত্রা অনুসারে চিরস্থায়ী বা অস্থায়ী বাসস্থান পাবে। তোমরা তো এসবের
কিছুই এখন জানো না, কেবল আমার কথার উপর বিশ্বাস করে এগিয়ে আসতে হবে আমার দিকে সদা
মুখ রেখে প্রার্থনার মাধ্যমে। আমার কথার উপর যাদের বিশ্বাস নেই তারা অজ্ঞ। তাদের
চিরস্থায়ী বাসভুমি অন্ধকার কবর বা অন্ধকার কারাগার। আমি তোমাদের পিতা। তোমরা সকলেই
অমৃতের সন্তান। স্বর্গরাজ্যের অধিকার কেবল পিতা-পুত্রের। আমার সাথে সুসম্পর্ক গড়ে
তোলো তাহলেই তোমাদের জন্য স্বর্গের দ্বার খুলে যাবে। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।