[ বেদ যজ্ঞ করে তোমরা কেবল আলোদানকারী সত্তার সাথে যুক্ত থেকে সবায়কে
আলোদান করো।]
আমি আলোদানকারী সত্তা রূপে অবতীর্ণ হই আমার মনোনীত
মানব সত্তার উপর। তাকে আমি আলো দান দান করি জাতির মঙ্গলের জন্য ও মানুষকে সঙ্ঘবদ্ধ
করে আমার আশ্রয়ে নিয়ে আনার জন্যে। যে জাতি আমার দেওয়া আলোর পথ ধরে চলে না তারা
নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনে। আমি অহংকারী, কদাচারী, সংকীর্ণ আত্মার কোন
মানুষকে আলো দান করি না। যে আত্মা সদা আমার সাথে যুক্ত হয়ে চাহিদা শূন্য ও অহংকার
শূন্য অবস্থায় থাকে তাকেই আমি আলো দান করি। আমি কাউকে আলোদান করলে জানবে আমি তার
সাথে যুক্ত হয়ে রয়েছি এবং তার অন্তরে জেগে রয়েছি। আমি তার অন্তরে জেগে থেকে
ব্রহ্মাণ্ড ভ্রমণ করছি ও আমার জ্ঞান- বিজ্ঞানের ঘর থেকে পরিশুদ্ধ আলো বৃষ্টির
ধারার ন্যায় অবতীর্ণ করে চলেছি এতে কোন সন্দেহ নেই। যারা এই আলোতে আলোকিত হয়ে
পবিত্র না হবে তারা পূর্ববর্তী আলোদানকারী ঐশী গ্রন্থগুলির কোন অর্থ উপলব্ধি করতে
পারবে না কারণ কালের কবলে পড়ে ঐসব ঐশীগ্রন্থের অর্থ মানুষ আর উপলব্ধি করতে পারছে
না সহজ সরল জ্ঞান বুদ্ধি নিয়ে। তাই তারা তাদের চাহিদা- বাসনা পূরণ করতে গিয়ে
পথভ্রষ্ট হয়ে পড়েছে ও অন্যের প্রতি আক্রমণাত্মক ভুমিকায় অবতীর্ণ হচ্ছে। ওঁ শান্তিঃ
শান্তিঃ শান্তিঃ।