[ বেদ যজ্ঞ করে ষড় রিপুর বন্ধন থেকে মুক্ত
হয়ে সৎ চিন্তা ও সৎ কর্মে লিপ্ত থাকো।]
তোমরা সর্বদায়
সৎ- চিন্তা ও সৎ -কর্মের আশ্রয়ে থেকে হৃদয়টাকে মহাকাশের ন্যায় বিশাল করো আমার
বিশালত্বকে জানার জন্যে। কারো দোষ দেখতে না গিয়ে সদা নিজের দোষ দেখে তা সংশোধন
করতে থাকো। সদা মনে রেখো, তুমি দোষ থেকে মুক্ত হতে পারো নি তাই অন্যের দোষ তোমার
চোখে পড়ছে। যখনি তুমি ষড় রিপু থেকে মুক্ত হয়ে দোষ মুক্ত পবিত্র কর্মী হয়ে উঠবে,
তখন তুমি সকলকে প্রেমের অঙ্গনে বেঁধে রেখে সকলের হয়ে যাবে। আমি সকলের ঈশ্বর। আমার
অধীনে কত শ্রেণির জীব জড় নিজ নিজ স্বভাব অনুযায়ী কাজ করছে। আমি কারো স্বভাবের দোষ
দেখতে যাই না। আমি আমার স্বভাব অনুসারে সকলের হয়ে নিজ আসনে স্থির থেকে কর্তব্য
কর্মে বিভোর থাকি। আমি সকলকে স্বভাব পরিবর্তনের পথ করে দিই কিন্তু কারো স্বভাব দোষ
দেখে দূরে ঠেলে দিই না। কাম- ক্রোধ- লোভ- মোহ- মদ- মাৎসর্যকে ত্যাগ করা যায় না,
তাদেরকে সাথী করে সৎ চিন্তায় লিপ্ত থেকে তাদেরকে সৎ- কর্মে লিপ্ত রাখার কৌশল শিখে
নিলেই তাদেরকে বশে এনে তাদের দিয়ে অদ্ভুত অদ্ভুত মঙ্গলজনক কাজ করা যায়। এই গোপন
তত্ত্ব যারা জানে, তারা অচিরেই আমার জ্ঞান- বিজ্ঞানের ঘরের সাথে যুক্ত হয়ে জ্ঞানী
হয়ে উঠে। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।