Home » » বেদ যজ্ঞ করে তোমরা নিরপেক্ষ দোষমুক্ত জীবন ধারণ করে এগিয়ে চলো জ্ঞানের রাজত্বের দিকে।

বেদ যজ্ঞ করে তোমরা নিরপেক্ষ দোষমুক্ত জীবন ধারণ করে এগিয়ে চলো জ্ঞানের রাজত্বের দিকে।

[ বেদ যজ্ঞ করে তোমরা নিরপেক্ষ দোষমুক্ত জীবন ধারণ করে এগিয়ে চলো জ্ঞানের রাজত্বের দিকে।]
বেদ যজ্ঞ করে জেনে নাও আমি নিরপেক্ষ দোষমুক্ত পবিত্র জ্ঞানী সত্তা। আমা থেকেই সবায় উৎপন্ন হচ্ছে ও আমাতেই বিলীন হচ্ছে। কিন্তু কেউ আমাকে জানতে পারছে না। সবাই আমার অধীনে থেকে নিজ নিজ ধর্ম পালন করে কালের কবলে পড়ে ধ্বংস হচ্ছে ও পুনঃ নূতন রূপ পাচ্ছে। কিন্তু আমার কোন পরিবর্তন নেই কারণ কাল আমাকে হরণ করতে পারে না। আমি দেহাতীত, ত্রিগুণাতীত, ত্রিকালাতীত ত্রিকালজ্ঞ, নিরপেক্ষ দোষমুক্ত সৎ- সত্য- সুন্দর ও জ্যোতির্ময় পবিত্র জ্ঞানময় সত্তা। আমার রূপ গুণের শেষ নেই কারণ আমি সবার রূপ গুণের স্রষ্টা। আমি সবার চিন্তামনি তাই আমার চিন্তা সদা নিরপেক্ষ ও দোষমুক্ত। আমি মানুষকে আমার রূপ ও গুণ দিয়ে পচা মাটি দিয়ে সৃষ্টি করেছি। আমি তাদের অন্তর মহাশূন্যের সাথে যুক্ত করে দিয়েছি আমার চিন্তা ধারার স্রোতের সাথে যুক্ত করে। তারা সৎ চিন্তার দ্বারা নিরপেক্ষ দোষমুক্ত জীবন যাপন করতে পারে এই মাটিতে তার জন্য তাদেরকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি। তা সত্ত্বেও মানুষ বড় সংকীর্ণ মনের হয়ে পড়েছে। তারা আমার প্রতি নিজেদের বিশ্বাসকে দৃঢ় ভাবে ধরে রাখতে পারছে না – কারণ তারা বেদ যজ্ঞ করতে ভুলে গেছে। এই কারণে তাদের নিজেদের প্রতি নিজেদের বিশ্বাস নেই। তারা বড় অকৃতজ্ঞ হয়ে পড়েছে নিজেকে না জেনে। তারা মানুষ হয়ে নিজেদের সনাতন রূপ মান ও হুঁশ হারিয়ে ফেলেছে কালের কবলে পড়ে—তাই তারা নিজের ধর্ম হারিয়ে ফেলে ধর্মহীন ও দুর্বল হয়ে পড়ছে। আমি মানুষকে আমার সত্য বার্তা প্রেরণের দায়িত্ব বহুকাল আগেই দিয়েছি। তারা সেই সত্য বার্তাকে নিজেদের মধ্যেই আবদ্ধ করে রেখেছে। এই সত্য বার্তা প্রেরণ করতে গিয়ে বহু দল- মত- ধর্মের সৃষ্টি করে কেবল নিজেদের দল ভারী করেছে। আমি তাদেরকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছি অথচ তা নিয়েই বাড়াবাড়ি করতে গিয়ে নিজেদের নিরপেক্ষ ও দোষমুক্ত ভাব মূর্তিতে কালিমা লিপ্ত করে জ্ঞানহারা ও দুর্বল হয়ে পড়েছে। তাই আমি আবার বলছি- তোমরা যত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে তত তোমরা পক্ষপাত দুষ্ট হয়ে দোষযুক্ত জীবনে আবদ্ধ হয়ে পড়বেআর যত আমার বড়ত্বের মহিমা ঘোষণা করবে তত উদার হয়ে তোমরা নিরপেক্ষ দোষমুক্ত জীবন ধারা লাভ করে ধন্য হবে। আমি যা জানি—তোমরা তা জানো না ও জানতে পারবে না। তাই তোমরা যদি প্রকৃতই সত্যকে জেনে জ্ঞানী হতে চাও তবে আমার সাথে এক হয়ে যাও স্বাভাবিক নিয়মে তোমাদের আর নিজস্ব কিছু থাকবে না – আমিই তোমাদের হৃদয়ে জাগ্রত থাকবো আমার জ্ঞান ও শক্তি নিয়ে সর্ব অবস্থায়। এই অবস্থায় তোমাদের নিজস্ব কোন অস্তিত্ব থাকবে না – তাই তোমরা সদা নিরপেক্ষ ও দোষমুক্ত হয়ে জীবন ধারণ করে থাকতে পারবে। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide