Home » » বেদ যজ্ঞ করে নিজের জীবনকে মহৎ কাজে উৎসর্গ করো।

বেদ যজ্ঞ করে নিজের জীবনকে মহৎ কাজে উৎসর্গ করো।


[ বেদ যজ্ঞ করে নিজের জীবনকে মহৎ কাজে উৎসর্গ করো।]
আমি আমার জ্ঞান ও সৎ- সত্য- সুন্দর- জ্যোতির্ময় রূপকে কোন সম্পদের মধ্যে আবদ্ধ রাখিনি। তাই আমি সদা প্রস্ফোটিত মহাপদ্ম। এই মহাপদ্ম নিজের জন্য প্রস্ফোটিত হয় না। সে ফুটে ওঠে মহৎ কর্মযজ্ঞে নিজেকে উৎসর্গ করার জন্য। যে নিজেকে পদ্মরূপে জানে, সে তো পাঁক থেকে নিজেকে মুক্ত করে, ফুটে ওঠে আপন গতিতে প্রকৃতির কোলে, নিজেকে দেবতার চরণে উৎসর্গ করার জন্যে। কোন সম্পদের মোহ ও আবর্জনা তাকে বাধা দিতে পারে না। তোমরা সম্পদের মধ্যে নিজেদের জ্যোতির্ময় রূপ ও সত্য জ্ঞানকে ঢেকে ফেলেছো, তাই তোমরা সবায় মেঘে ঢাকা সূর্য হয়ে বিরাজ করছো। বেদ যজ্ঞ করে এই ঢাকনা তোমরা খুলে ফেলো, তখন দেখতে পাবে তোমদের আসল রূপ—যা আমার ব্রহ্মরূপের সাথে সদায় যুক্ত। এই জ্যোতির্ময় রূপ নিয়ে তুমি কি করবে? এই রূপ তো পার্থিব জগতের সমস্ত সম্পদকে তুচ্ছ করে আবর্জনার স্তূপে ফেলে দিবে। তখন তুমি আর বসে থাকতে পারবে না কোন আবদ্ধ ঘরেছুটে চলবে গ্রহ হতে গ্রহান্তরে নিজের জীবনকে মহৎ কাজে উৎসর্গ করার জন্যে। যতদিন দেহের মধ্যে আবদ্ধ থাকবে, ততদিন এ পৃথিবীকে জঞ্জাল মুক্ত করার জন্য জীবন উৎসর্গ করার জন্যে তৎপর হয়ে থাকবে। বাঁচার জন্য কোন সংগ্রাম করার ইচ্ছা তোমার তখন আর জাগরিত হবে না, জীবন উৎসর্গ করার জন্য চলবে সংগ্রাম মঙ্গলময় পথ ধরে। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide