Home » » বেদ যজ্ঞ করে প্রেমের জগতে নিজেকে সদায় ধরে রেখে জন্ম- মৃত্যুর বন্ধন ছিন্ন করো।

বেদ যজ্ঞ করে প্রেমের জগতে নিজেকে সদায় ধরে রেখে জন্ম- মৃত্যুর বন্ধন ছিন্ন করো।

[ বেদ যজ্ঞ করে প্রেমের জগতে নিজেকে সদায় ধরে রেখে জন্ম- মৃত্যুর বন্ধন ছিন্ন করো।]
আমি প্রেমময় সবার ঈশ্বর। আমিই সবার অন্তরে প্রেম দান করি, তাই তোমরা সবাইকে প্রেমের বন্ধনে বেঁধে রাখতে পারো। যদি আমি প্রেমময় না হতাম তবে তোমরা একে অপরের নিকট থেকে ছিন্নভিন্ন হয়ে পড়তে। আমার প্রেমের কবলে পড়ে তোমরা সবাই প্রেমিক প্রেমিকা হয়ে নিজ সংসারে রয়েছো। নিজ নিজ সংসারে সবাইকে প্রেমের বন্ধনে বেঁধে রাখার সংগ্রাম চালিয়ে যাচ্ছো। কিন্তু তোমরা আমার প্রেমের রহস্যকে জানতে পারছো না ও জানার চেষ্টা করছো না মায়া-মোহ বিজ্ঞানের ঊর্ধ্বে উঠে। মায়া মোহ বিজ্ঞানের ঊর্ধ্বে উঠে আমার প্রেম বিজ্ঞানের জগতে যেতে হয়। প্রেম বিজ্ঞানের ধারা সর্ব জীবের অন্তরে প্রবাহিত হচ্ছে কারণ আমি প্রেমময় হয়ে সবার হৃদয় মন্দিরে অবস্থান করছি। এই প্রেম বিজ্ঞান দ্বারাই আমি সর্ব জীবকে প্রেমময় করে ধরে রেখেছি আমার আশ্রয়ে। তাই প্রেমের বশ সকলেই। এই প্রেম বিজ্ঞানের রহস্য জেনে যারা আমার প্রেমে মশগুল তারা আমার অতি প্রিয়। যারা আমার প্রেমে মশগুল তারা আমার কোন সৃষ্টিকে তুচ্ছ জ্ঞান করে না। সবার মধ্যে তারা আমার সুন্দর রূপ দেখে মুগ্ধ হয়ে যায়। প্রকৃতির কোলে বসে তারা সর্বত্র আমাকে দেখতে পায় ও আমার প্রেমের জগত ছেড়ে অন্য কোন জগতে যাবার আশা করে না। তারা যদি নরক কুণ্ডে বাস করে তবুও আমাকে ভুলতে পারে না। সেখানেও চলে তাদের আমাকে নিয়ে প্রেমলীলা। তাই জেনে রেখো আমি তোমাদের আত্মা। আমি তোমাদের পিতা। আমার আত্মার দীপ্তি তোমাদের অন্তরে সদা প্রেমের সঞ্চার ঘটিয়ে চলেছে। এই সত্যকে জেনে নিজেকে সর্বদা আমার প্রেমের জগতে ধরে রাখো, তোমার কোনদিন মৃত্যু হবে না। জেনে রেখো আমার সন্তানদের কোনদিন মৃত্যু হয় না, আমি তাদেরকে মৃতদের মধ্যে থেকে জীবন্ত করে তুলি, আমার প্রেমের রাজত্ব দান করে। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide