Home » » বেদ যজ্ঞ করতে গিয়ে মানুষের সান্নিধ্যে যাবে কিন্তু কোন দল- মত- ধর্ম - গোষ্ঠী তৈরী করতে যাবে না।

বেদ যজ্ঞ করতে গিয়ে মানুষের সান্নিধ্যে যাবে কিন্তু কোন দল- মত- ধর্ম - গোষ্ঠী তৈরী করতে যাবে না।


[ বেদ যজ্ঞ করতে গিয়ে মানুষের সান্নিধ্যে যাবে কিন্তু কোন দল- মত- ধর্ম – গোষ্ঠী তৈরী করতে যাবে না।]
মানুষ মানুষের সান্নিধ্য চায়। তাছাড়া তার জীবন অচল ও মূল্যহীন হয়ে পড়ে। সে জন্য মানুষ সৃষ্টির প্রারম্ভকাল থেকে দলবদ্ধ হয়ে বাস করে আসছে। তাদের প্রবৃত্তি বশে বিভিন্ন মতের সৃষ্টি হচ্ছে। সেই মত থেকে সৃষ্টি হচ্ছে বিভিন্ন দল। এই দল গোষ্ঠীর লড়াই মানুষকে হিংস্র জীবে পরিণত করেছে। সকলেই নিজের দল ও মত ছাড়া অন্য দল ও মতকে সমর্থন করতে পারছে না।এর ফলে দল নেতাদের আখের গোছাতে সুবিধা হচ্ছে। সাধারণ লোককে বিচ্ছিন্ন করে দলে টেনে নেতায় –নেতায় ভাব জমিয়ে রাখা বর্তমান সভ্যতার একটি শ্রেষ্ঠ আশ্চর্য নিদর্শন। আমাদেরকে দায়িত্ব নিতেই হবে বেদ যজ্ঞ করে সমাজের সত্যকে প্রকাশ করে মানুষের দুর্বলতা দূর করে দেশ ও দেশবাসীকে সবল করে তোলা। সেই সাথে সর্ব শ্রেণির মানুষকে দেশ-সেবক ও দেশপ্রেমিক রূপে গড়ে তোলা। একমাত্র বেদ যজ্ঞই পারে মানুষকে দেশপ্রেমিক রূপে গড়ে তুলতে কারণ বেদ যজ্ঞই হচ্ছে মানুষের শুভ শক্তির উৎসস্থল। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।


Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide