Home » » মা দুর্গাকে আশ্রয় করে বেদ যজ্ঞ করে যাও দেখবে আকাশ থেকে অমৃত বর্ষণ হবে তোমাদের জন্যে।

মা দুর্গাকে আশ্রয় করে বেদ যজ্ঞ করে যাও দেখবে আকাশ থেকে অমৃত বর্ষণ হবে তোমাদের জন্যে।




[ মা দুর্গাকে আশ্রয় করে বেদ যজ্ঞ করে যাও দেখবে আকাশ থেকে অমৃত বর্ষণ হবে তোমাদের জন্যে।]
সংযত প্রণত চিত্তে দেবী মহাদেবী ভদ্রাশক্তি মহাপ্রকৃতির উদ্দেশ্যে সর্বদা বেদ যজ্ঞ করে যাও। তিনিই মহাকাশপীঠকে ধারণ করে জীবসমূহের আশ্রয়দাত্রীরূপে অধিষ্ঠান করছেন ও সকলকে পালন করছেন পরমস্নেহ দান করে। সকল প্রাণীই এই আকাশ হতে জন্মলাভ করে, আকাশেই লীন হয় এবং আকাশকেই আশ্রয় করে বেঁচে থাকে; ফলে আকাশকেই পরম বীজরূপে ও আদ্যাশক্তি মা দুর্গা রূপে জেনে তাঁর উদ্দ্যেশেই বেদ যজ্ঞ করে যাবে। দেবী দুর্গা হলেন সেই মহাকাশপীঠ যার কোলেই অবস্থান করছে স্পর্শপীঠ তেজঃপীঠ অমৃতপীঠ ও রত্নপীঠ। যারা এই মহাসত্য জেনে তাঁর কোলে বসে সহজ- সরল মনে ও চিত্তে তাঁকে সতত ধ্যান- মনন- চিন্তন করে বেদ যজ্ঞ করতে থাকেন—তাঁদের উদ্দ্যেশে তিনি আকাশপীঠ থেকে কেবল অমৃত বর্ষণ করতেই থাকেন। জয় মা দুর্গা।
Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide