[ বেদ যজ্ঞ করে মা আদ্যাশক্তি মহামায়ার উপর সরল চিত্তে নির্ভরশীল হও।]
শ্রীভগবতীর শরণাপন্ন হয়ে সদায় সরল চিত্তে
বেদ যজ্ঞ করাই হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠ সাধনা। শিশু যেমন সরলভাবে সকল বিষয়ে
সম্পূর্ণরূপে জননীর উপর নির্ভর করে সেরূপ সর্বতোভাবে মা আদ্যাশক্তি মহামায়া
দুর্গার শরণাপন্ন হয়ে তাঁর উপাসনা করলেই মায়ের কাছে আর কিছুই চাইতে হবে না। মায়ের
জন্যে শিশু চিন্তা করে না কিন্তু তাঁকে কাছে না পেলেই কান্না শুরু করে দেয়—কারণ
তার পাশে হাজার লোক থাকলেও জানে কেবল মা তার আপন—তিনিই তার জীবনের সব কিছু। তেমনি
মা শিশুর বর্তমান – ভূত –ভবিষ্যৎ নিয়ে ও তার সুখ সাচ্ছন্দ নিয়ে সদায় চিন্তিত
থাকেন। তাঁর থেকে বড় দ্বিতীয় কেউ থাকতে পারে না। তিনিই যেমন যেমন প্রয়োজন ঠিক সময়ে
তার হাতে ধর্ম –অর্থ – কাম ও মোক্ষ এনে দিবেন ও নিজের সন্তানকে নিজের মতো করে গড়ে
তুলবেন এতে কোন ভুল নেই। চাই কেবল শরণাগতি- বিশ্বাস- প্রেম একেবারে সহজ সরল চিত্তে
আর কিছুই দরকার নেই মা ছেলের সম্পর্ক অটুট রাখতে। জয় মা আদ্যাশক্তি মহামায়া।