Home » » বেদ যজ্ঞের মাধ্যমে নামের রহস্য জেনে নামী মানুষ হয়ে চিহ্ন রেখে যাও।

বেদ যজ্ঞের মাধ্যমে নামের রহস্য জেনে নামী মানুষ হয়ে চিহ্ন রেখে যাও।


[বেদ যজ্ঞের মাধ্যমে নামের রহস্য জেনে নামী মানুষ হয়ে চিহ্ন রেখে যাও।]
   প্রত্যেক মানব দেহ এক একটি নামে ভূষিত। তাই মানব দেহের ভূষণ হচ্ছে নাম। এইগুলি সবই কিন্তু প্রাণের বিভিন্ন নাম। দেহ বিনাশ হয়ে গেলেও নাম বিনাশ হয় না যদি সেই নাম শুভকাজের সাথে যুক্ত হয়ে যায় এই পৃথিবীর বুকে। প্রত্যেক নাম ওঁকার ব্রহ্ম থেকে সৃষ্টি হয়ে তাঁর সাথেই যুক্ত আছে নিজ নিজ গুণ ও ধর্ম নিয়ে। তাই আমরা নাম শুনেই তার গুণ ও শক্তির বিচার করতে পারি। ওঁকার থেকে সব নামের সৃষ্টি হলেও সব নাম ওঁকার নয়। রাম আর রাবণ –অর্জুন আর দুর্যোধন এক নয়--- অথচ দুটি নামই এখানে অমর হয়ে থাকে শুভ ও অশুভ কাজের পরিপ্রেক্ষিতে। শুভশক্তি দ্বারা অশুভশক্তিকে পরাভূত করার জন্যে দুটি শক্তির খেলা সর্বলোকেই চলে। শুভশক্তির কোনদিন বিনাশ হয় না আর অশুভ শক্তির অস্তিত্ব থাকে না—কালের কবলে পড়ে এই শক্তি বিনাশ হয়ে যায় প্রকৃতির নিয়মে। তাই যারা শুভশক্তির অধীনে থেকে কাজ করে চলে তারাই কেবল প্রাণের প্রদীপ জ্বালিয়ে নিজের নাম রেখে যায় চিহ্ন স্বরূপ। ওঁ শান্তি শান্তি শান্তি।  

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide