Home » » বেদ যজ্ঞ করে তোমরা আমার আশ্রয়ে সদায় অবস্থান কর জ্ঞানী আত্মা হয়ে।

বেদ যজ্ঞ করে তোমরা আমার আশ্রয়ে সদায় অবস্থান কর জ্ঞানী আত্মা হয়ে।


[বেদ যজ্ঞ করে তোমরা আমার আশ্রয়ে সদায় অবস্থান কর জ্ঞানী আত্মা হয়ে।]
বেদ যজ্ঞ করে যারা আমার আশ্রয়ে থাকে তাদের কোন চিন্তা থাকে না নিজের জীবন নিয়ে। আমিই তাদের অন্তরে চিন্তামণি হয়ে সদায় সৎ চিন্তা দান করে থাকি। এই সৎ চিন্তা নিয়ে তারা পরম শান্তির জগতে বাস করে আমাকে সদায় আশ্রয় করে। আমি তাদের কোন ক্ষতি বা অনিষ্ট হতে দিই না। আমিই একমাত্র তাদের জ্ঞান-বিজ্ঞানের ঘর ও আশ্রয় হয়ে তাদের পরম জ্ঞানী করে তুলি। এই অবস্থায় আমিই তাদের ধর্ম – কর্ম – জীবন – আশ্রয় হয়ে থাকি তাই কেউ তাদেরকে চিনতে পারে না ঠিক যেমন আমাকে সদায় দেখেও কেউ চিনতে পারে না। আমার এই সাধকগণ জ্ঞান –বিজ্ঞানের ঊর্ধ্বে উঠে আমার সাথে আমার আনন্দধামে অবস্থান করে সৎ- সত্য- সুন্দর ও জ্যোতির্ময় রূপ নিয়ে। ওঁ শান্তি শান্তি শান্তি।


Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide