[ বেদ যজ্ঞ করে তোমরা ধারণ শক্তি বাড়িয়ে ধার্মিক হও।]
বেদ যজ্ঞ করে তোমাদের ধারণ করার শক্তি হাজার
হাজার গুণ বেড়ে যাবে। ধারণ করার শক্তি তোমাদের যত বাড়বে তত তোমরা ধার্মিক হয়ে
উঠবে। তোমরা মহাশূন্যের ন্যায় বিশাল তাই তোমরা ইচ্ছা শক্তির দ্বারা মহাশূন্যকেও
ধারণ করতে পারবে। মহাশূন্যের সাথে যোগসূত্র স্থাপন করো- দেখবে তোমরা সবায় সেখানেই
অবস্থান করছো। সাড়ে তিনহাতের দেহটা তোমাদের আসল রূপ নয়—তোমাদের রূপ সৎ- সত্য-
সুন্দর ও জ্যোতির্ময় সত্ত্ব স্বরূপ মহাশূন্যময়। যে রূপকে কোন আকারে ধরে রাখা সম্ভব
নয়। এই রূপে নিজেকে দেখতে শিখো তোমরা যা চাইবে তাই পাবে- যদি তোমাদের তা ধারণ করার
ক্ষমতা থাকে। আগে ধারণ করার শক্তি বাড়াও, তখন দেখবে চাইতে হবে না, না চাওয়ার আগে-ই
সব তোমার হাতের কাছে চলে আসবে। এখন তোমরা যা চাইছো, তাতো নিজেকে ধ্বংস করে দেওয়ার
জন্যে ও আত্মহত্যা করার জন্যে। পারলে আলো দেখাও বেদ যজ্ঞের মাধ্যমে। অন্ধকারের পথে
কাউকে ঠেলে দিও না। তোমার হৃদয়ে আলো না থাকলে আলো জ্বেলে নাও—যার হৃদয়ে আলো জ্বলছে
তার কাছে গিয়ে। অন্ধকারে নিজেও ঢিল ছুঁড়ো না অপরকেও ছুঁড়তে উপদেশ দিও না। ওঁ
শান্তি শান্তি শান্তি।



