Home » » বেদ যজ্ঞ করে জেনে নাও এ যজ্ঞের শ্রেষ্ঠতা দান করছেন নিজ মুখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ।

বেদ যজ্ঞ করে জেনে নাও এ যজ্ঞের শ্রেষ্ঠতা দান করছেন নিজ মুখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ।

[বেদ যজ্ঞ করে জেনে নাও এ যজ্ঞের শ্রেষ্ঠতা দান করেছেন নিজ মুখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ।]
বেদ যজ্ঞ করার নির্দেশ মানব জাতিকে দান করেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই বাক্য শ্রীশ্রী গীতাতে তুলে ধরেন মহামুনি ব্যাসদেব। ভগবান শ্রীকৃষ্ণ গীতার চতুর্থ অধ্যায়ের ৬১ ও ৬২ নং শ্লোকে বলেন—কিন্তু শ্রেয় বেদ বা জ্ঞান যজ্ঞ দ্রব্য যজ্ঞাপেক্ষা। জ্ঞানীর নাহিক আর কর্মজ অপেক্ষা।। সর্ব কর্ম শেষ হয় জ্ঞানে সমাপন। কর্ম শুদ্ধ চিত্তে হয় জ্ঞানের সাধন।। তাহলে আমরা স্বীকার করতে বাধ্য হবো এতকাল আমরা এই পবিত্র বেদ যজ্ঞ না করার ফলে পথভ্রষ্ট হয়ে চলেছি বিভিন্ন মত ও পথ অবলম্বন করে। অনেক দেরী হয়ে গেছে আর কেউ বসে থেকো না সব মত –পথ এই রাজপথের সাথে যুক্ত করে তোমরা সংঘবদ্ধ হও এই পবিত্র বেদ যজ্ঞের উপরে। এর থেকে উত্তম পথ –মত আর দ্বিতীয় মানব জাতির জন্যে এই বিশ্বে থাকতে পারে না। ওঁ শান্তি শান্তি শান্তি।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide