[বেদ যজ্ঞ করে তোমরা মিথ্যাকে বাতিল করে সত্যকেই কেবল ধারণ কর।]
যারা ধনী হবার জন্যে তাবিজ,কবচ, আংটি, রত্ন ধারণ
করে তাদের বিপরীত ফল হয়। আর যারা জ্ঞানী হবার জন্য জ্ঞান ধারণ করে তারাও জ্ঞানী
হতে পারে না। যারা কেবল নিজেকে উৎসর্গ করে ঈশ্বরের মহাশূন্যময় চরণতলে তাদের উভয়
কর্মই সফল হয়। তাই নিজেকে পরার্থে উৎসর্গ করতে শিখো।
তোমাদের
ধর্ম হলো সত্যকে ধারণ করা ও মিথ্যাকে বাতিল করা। যা তোমাদের নিজেদের যুক্তি- তর্ক –বিজ্ঞানে
টিকবে না, তা সত্য নয়- তাই তা নিয়ে মাথা ঘামাতে যাবে না। কেবল যা সত্য রূপে জানবে
তাকেই সুন্দর রূপে প্রকাশ করবে। তুমি যে নাম পেয়েছো –সেই নামেই তোমার হৃদয়ের
দেবতাকে ডাকো, তাতে তুমি তারাতারি লক্ষ্যে পৌঁছাতে পারবে- যদি সেই নামটি গুণবাচক
হয়। যদি না হয় যে কোন একটি প্রিয় নাম নিয়ে তাঁকে ডাকবে – নিশ্চয় সাড়া পাবে।


