Home » » বেদ যজ্ঞ করে কর্ম - ধর্ম ও জীবনকে এক বিন্দুতে ধারণ করে রাখো।

বেদ যজ্ঞ করে কর্ম - ধর্ম ও জীবনকে এক বিন্দুতে ধারণ করে রাখো।

[ বেদ যজ্ঞ করে কর্ম –ধর্ম ও জীবনকে এক বিন্দুতে ধারণ করে রাখো।]
বেদ যজ্ঞের মাধ্যমে কর্ম –ধর্ম ও জীবনকে এই বিন্দুতে ধারণ করে তা ঈশ্বরের চরণে উৎসর্গ করবে। পবিত্র বেদ যজ্ঞ করতে এসে কখনো নিজের অধীনে কিছুই রাখবে না—সবকিছু তাঁর অধীনে রেখে নিজেকে মুক্ত রাখবে। তাহলেই সদা আনন্দলোকে বিরাজ করবে। দেখবে কোন কাজে ক্লান্তি- অবসাদ আসবে না। আলাদা ভাবে তোমাদের যোগাসন – পূজা- পার্বণ কিছুই করতে হবে না। কর্ম –ধর্ম ও জীবনকে এক বিন্দুতে ধরে রাখার থেকে বড় রাজযোগ আর দ্বিতীয় নাই। এই যোগে থেকে সর্বদা সৎ কর্মে ও সৎ চিন্তায় নিজেকে বন্দী করে রাখো। দেখবে তোমার ঈশ্বর জেগে উঠে তোমার সব কাজের সহায় হবে। কেবল দু-চারটা পরীক্ষা দিতে হবে—তাঁর কাছে। যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাও তাহলে আর তোমার জীবনে কোন বাধা আসবে না এই পথে এগিয়ে যাবার জন্যে। ওঁ শান্তি শান্তি শান্তি।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide