[বেদ যজ্ঞ করে মানব জীবনের একঘেয়েমি পর্যায়গুলি থেকে মুক্ত হয়ে সদা আনন্দ
থাকো।]
তোমরা সবায় জানো নাম বা শব্দ মানব দেহের বাক
যন্ত্র থেকে উৎপন্ন। এই বাকযন্ত্রের উপর নির্ভর করে মানুষ কথা বলে। এই যন্ত্র
পঞ্চজ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ
করে মন। মনের শক্তি অশেষ এবং এর ব্যাপ্তি সর্বত্র। বিশ্ব চরাচরের সর্বত্র এ মন
পরিভ্রমণ করতে পারে। এ মন দ্বারাই জগৎ সৃষ্টি হচ্ছে- ধ্বংস হচ্ছে। তাই বাক সাধনা
থেকেও শ্রেষ্ঠ সাধনা হচ্ছে মনের সাধনা। এই মনের সাধনা করলেই শব্দ ও বাক সাধনার ফল
লাভ করা যায়। এই শক্তিশালী মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই অতি সহজে মানুষ তার হৃদয়-
বেদ খুলে দিয়ে নিজেকে সর্বসমক্ষে প্রকাশ করতে পারে। এই সাধনায় সিদ্ধিলাভ করতে
সক্ষম হলে প্রতিনিয়ত নিত্যনুতন জগৎ সৃষ্টি করে তথায় বিচরণ করা যায় এবং মানব জীবনের
একঘেয়েমি পর্যায়গুলি থেকে মুক্ত হয়ে সদায় আনন্দলোকে বিচরণ করা সম্ভব হয়। ওঁ শান্তি
শান্তি শান্তি।




