Home » » বেদ যজ্ঞ করে গুরু ও রাম নামের ভক্ত হয়ে পরমাত্মার সাথে যুক্ত হয়ে জ্ঞান বিজ্ঞানের ঘরে সূর্যের ন্যায় স্থির হও ।

বেদ যজ্ঞ করে গুরু ও রাম নামের ভক্ত হয়ে পরমাত্মার সাথে যুক্ত হয়ে জ্ঞান বিজ্ঞানের ঘরে সূর্যের ন্যায় স্থির হও ।








[বেদ যজ্ঞ করে গুরু ও রাম নামের ভক্ত হয়ে পরমাত্মার সাথে যুক্ত হয়ে জ্ঞান বিজ্ঞানের ঘরে সূর্যের ন্যায় স্থির হও।]
গুরু কে—তিনি তো তোমাদের হৃদয় মন্দিরে বিরাজ করছেন। “গু”- শব্দের অর্থ হল অন্ধকার, আর “রু” শব্দের অর্থ হল সেই অন্ধকারের নিরোধক। অন্ধকারের নিরোধক হল একমাত্র জ্ঞান- যা অন্তরে বেদ রূপে বিরাজ করছেন জ্যোতির্ময় স্বরূপ। এই জ্ঞানের জাগরণ ঘটাবার জন্যে যিনি আমাদের প্রেরণা দিয়ে থাকেন তিনিই আমাদের জীবন গুরু। “রাম” নাম পরব্রহ্মের সাথে যুক্ত মোক্ষদায়ক এক শক্তিশালী শব্দ সবার জন্যে। যেমন বটবীজের মধ্যে প্রাকৃত মহাবৃক্ষটি লুকিয়ে থাকে, তেমনি রামবীজের মধ্যে এই চরাচর বিশ্বজগৎ সংগুপ্তভাবে বিদ্যমান। “র”-এর পর আ ম অ যোগ করে রাম শব্দটি নিষ্পন্ন---- আ হলেন ব্রহ্মা বা সৃষ্টি শক্তি, “ম” হলেন স্থিতিশক্তি আর ‘অ’ হলেন লয়শক্তি। এই ত্রিশক্তিই এই রাম নামের মধ্যেই রয়েছে। এই নামেই রত্নাকর দস্যু বেদ যজ্ঞ করে রামায়ণ রচনা করে বাল্মিকি মুনি নামে প্রসিদ্ধ হয়ে অমর হয়ে আছেন। হরি ওঁ তৎ সৎ।
Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide