Home » » বেদ যজ্ঞ করে মিথ্যা অহংকার ত্যাগ কর

বেদ যজ্ঞ করে মিথ্যা অহংকার ত্যাগ কর



[ বেদ যজ্ঞ করে তোমার মিথ্যা অহংকারের ভূষণ ত্যাগ বীরত্ব নিয়ে জেগে উঠো।]
তোমার বীরত্ব তোমার অহংকার প্রকাশের জন্য নয়। তোমার বীরত্ব তোমার আত্মার প্রকাশের জন্য। অহংকারে পতন অনিবার্য। অহংকার করেছো কি মরেছো—যদি ভালো চাও আত্ম অহংকার ত্যাগ করে তোমার তেজ- বীর্য সাহস নিয়ে আত্ম প্রকাশ কর—আত্মবিকাশ কর- জীবনকে সুন্দর করে সকলের মাঝে তুলে ধর।
মহিষাসুর, রাবণ, কংস, দুর্যোধন প্রভৃতি যোদ্ধারা, তাঁদের অসীম বীরত্ব, ধনদৌলত, সৈন্য সামন্ত ইত্যাদি নিয়েও কেবল আত্ম অহংকারের জন্য সর্বযুগে পরাজিত হয়ে আসছেন। তাই মানুষ যতদিন না এই অহংকারকে পরাজিত করতে পারবে, ততদিন সে নিজের প্রকাশ ঘটাতে পারবে না। তার দেহ- মন থেকে অজ্ঞানের অন্ধকার দূর হবে না। মানব দেহে এই অহংকার অসুর রূপে অধিষ্ঠান করে মনুষ্যত্বের প্রকাশ বিকাশ ঘটতে দেয় না।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide