বেদ যজ্ঞ সম্মেলনঃ--- ১৪/ ১০/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞের উপর নির্ভরশীল হয়ে অন্তরে বেদ ভগবান
শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস বাড়াতে থাকো, সময় হলেই সিদ্ধিলাভ হবে।]
বেদ যজ্ঞ করতে থাকো সকল প্রকার কূটতর্ক ও
সন্দেহ বিসর্জন দিয়ে। বেদ যজ্ঞের ন্যায় কল্যাণকর কর্ম তোমাদের জীবনে আর দ্বিতীয় নেই এই বিশ্বাসকে অন্তরে ধারণ করে সনাতন
ধর্মকে রক্ষা করার লক্ষ্যে এগিয়ে চলো। শ্রীকৃষ্ণের মহিমা, নাম, রূপ ও গুণের
কথাসকলই অসীম ও অনন্ত বেদসাগরে তোমাদের নিয়ে যাবে। নিজের বুদ্ধি ও জ্ঞানের সীমা
দিয়ে তাঁকে জানা সম্ভব হয় না। তাই ভক্তি ছাড়া দ্বিতীয় কোন পথ নেই তাঁকে জানার, আর
এই ভক্তিলাভ বিশ্বাস ছাড়া অন্তরে জাগে না। পক্ষহীন পক্ষীর জীবনের যেমন কোন মূল্য
থাকে না তেমনি বিশ্বাস- ভক্তিহীন মানুষের জীবন মূল্যহীন। ধরিত্রী ছাড়া কি বৃক্ষ
অন্য কোথাও জন্মাতে পারে? তেমনি ভক্তের হৃদয়
মন্দির ছাড়া কি ভগবানের কোথাও আবির্ভাব ঘটতে পারে? হাজার চেষ্টা করলেও কেউ
জল ছাড়া জলযানকে চালাতে পারে না, তেমনি হাজার চেষ্টা করেও কেউ বেদযজ্ঞ ছাড়া বেদ
ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যলাভ করে সাধনায় সিদ্ধিলাভ করতে পারে
না। জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়।


