[ বেদ যজ্ঞের মাধ্যমে জেনে নাও যিনি সকলের আদি, পুরাতন, মহান সনাতন পুরুষ
তিনিই সবার স্রষ্টা হয়ে সবার সনাতন ধর্মকে রক্ষা করে চলেছেন।]
পরব্রহ্ম পরমাত্মার সাথে যুক্ত থেকে নিজের সনাতন
রূপে স্থির থাকো। তাহলেই এই জাগতিক কোন ধর্ম তোমাকে স্পর্শ করে অপবিত্র করতে পারবে
না। এই পরমাত্মাকে অস্বীকার করলে কে তোমাকে পথ দেখাবেন? তিনি হস্তরহিত হয়ে সর্বত্র
সকল বস্তু গ্রহণ করেন। চরণশূন্য হয়েও অতীব তীব্র গতিতে তিনি যথা তথা গমনাগমন করেন।
চক্ষুঃশূন্য হয়েও সর্বত্র সব কিছু তিনি অবলোকন করেন। কর্ণপটল না থাকলেও সর্বত্র সব
শ্রবণ করেন। তিনি সর্বজ্ঞ হয়ে নিখিল জ্ঞেয় বস্তু জানেন। কিন্তু তাঁকে জানেন এহেন
জ্ঞাতার একান্তই অভাব। তিনি সর্বজ্ঞ তাই অল্পজ্ঞ তাঁকে জানবে কীভাবে? তিনিই নিখিল
ব্রহ্মাণ্ডের আদি হয়ে সবার সনাতন রূপ ও ধর্মকে সবার অন্তরে অবস্থান থেকে রক্ষা
করছেন। সকলেই তাঁর করুণার আশ্রয়ে থেকে নিজের সনাতন ধর্ম রক্ষা করে তাঁরই সাথে
রয়েছেন। পরমেশ্বরের এই মহাসত্য অবগতি হলে মানব চিরতরে সকল দুঃখসাগর থেকে মুক্তিলাভ
করে এবং আনন্দময়কে লাভ করে আনন্দিত হয়। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।