Home » » বেদ যজ্ঞ করে মানুষ একবার নিজের সনাতন রূপে স্থির হয়ে গেলে আর তার মৃত্যু ভয় থাকে না ।

বেদ যজ্ঞ করে মানুষ একবার নিজের সনাতন রূপে স্থির হয়ে গেলে আর তার মৃত্যু ভয় থাকে না ।



[ বেদ যজ্ঞ করে মানুষ একবার নিজের সনাতন রূপে স্থির হয়ে গেলে আর তার মৃত্যু ভয় থাকে না।]
সমগ্র সংসারের আদি কারণ সর্বশক্তিমান পরমেশ্বর একমাত্র সনাতন সত্য বস্তু এবং তিনিই সবার আরাধ্য দেবতা। তাঁর সন্ধান করার জন্যে দূরে যাওয়ার বা বাইরের জগতের কোন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করার প্রয়োজন হয় না। বাইরের জগতের রূপ দেখে তা অন্তর্জগতে ধারণ করে সেই জগতের চক্ষু দিয়ে সবকিছু দেখতে থাকবে। ধীরে ধীরে এই অভ্যাসের দ্বারা অন্তর্দৃষ্টি খুলে যাবে। তখন আর কালের ভেদ থাকবে না ভূত আর ভবিষ্যৎ জীবন থেকে মুছে গিয়ে সবই বর্তমান হয়ে যাবে। এই অবস্থায় মানুষ নিজের সনাতন রূপে স্থির হয়ে নিজের অতীত ও ভবিষ্যতকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পান তাই তাঁকে আর জাগতিক কোন ভয় বিচলিত করতে পারে না। সদায় সর্বাধার, সর্বশক্তিমান, আদি- সনাতন পুরুষ পরমেশ্বরের এক ব্রহ্মবৃত্তে অবস্থান থেকে তখন মানুষ নিজের সনাতন রূপে স্থির হয়ে যান। জন্ম- মৃত্যুর জাগতিক ভয় সুখ- দুঃখ- বা দেহগত বিকারজনক কর্ম তাকে বিচলিত করতে পারে না। এই অবস্থায় কর্ম তার ইচ্ছাধীন হয়ে যায় তিনি কর্মের ইচ্ছাধীন হয়ে থাকেন না। সনাতনী- ব্রহ্মময়ী- প্রকৃতিরূপিনী বিশ্বজননী তখন তাঁর অধীনে কাজ করে তিনি প্রকৃতি থেকে মুক্ত হয়ে ত্রিকালাতীত হয়ে অবস্থান করেন। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide