Home » » বেদ যজ্ঞ করে সত্যকে জানার সহজ- সরল পথ আবিষ্কার করে সত্যের উপর অধিষ্ঠান করো।

বেদ যজ্ঞ করে সত্যকে জানার সহজ- সরল পথ আবিষ্কার করে সত্যের উপর অধিষ্ঠান করো।

[ বেদ যজ্ঞ করে সত্যকে জানার সহজ- সরল পথ আবিষ্কার করে সত্যের উপর অধিষ্ঠান করো।]
আমিই একমাত্র সত্য। বাকী যা দেখছো তা সত্যের ছায়ামাত্র। আমাকে সত্যরূপে জেনে কেবল আমার উপাসনা করো। তাহলেই দেখবে সত্য সত্যরূপে তোমাদের কাছে উদঘাটিত হবে। তুমি নিজেকে এখন নামধারী ও দেহধারী মানুষ রূপে দেখতে পাচ্ছো এবং এটাকে সত্য ভাবছো। এই ভাবনা তোমার ভুল নয়—কারণ তুমি আমার সত্যের ছায়া। সত্য না থাকলে সত্যের ছায়া থাকতে পারে না। আমি আছি, তাই আমার ছায়া আছে। আমি সত্য হলে আমার ছায়াও সত্য। তাই তোমরা আমার ছায়াকে আশ্রয় করে সত্যের গবেষণা শুরু করো—তাহলেই একদিন আমাকে খুঁজে পাবে। তাই তো বার বার তোমাদের বলা হচ্ছে নিজেকে জানো। নিজেকে জানতে পারলেই আমাকে জানতে পারবে—সত্যকে জানতে পারবে। তোমরা সোজা পথে না গিয়ে উল্টো পথে চলতে শুরু করলে তো সত্যের বিপরীত মিথ্যাকেই সর্বত্র রূপ দিবে। কোনদিন সত্যকে জানতে পারবে না, যতই মাইক নিয়ে চিৎকার চেঁচামেচি করে আমাকে ডাক দাও। আমাকে জানতে হবে আমার মধ্য দিয়েই। সত্যকে জানতে হবে সত্যের মধ্যে নিমজ্জিত হয়ে। সত্যের প্রকাশ ঘটবে সত্যের মধ্যে, সত্যকে প্রতিফলিত করে। তোমরা জড় পদার্থের মধ্যে আমার শক্তিকে খুঁজে পেয়েছো, অথচ নিজের মধ্যে আমার শক্তিকে খুঁজে পাচ্ছো না কেনো? নিজের মধ্যে আমার শক্তিকে খুঁজে বের করো, তাহলে সেই শক্তি দিয়ে জগতের মঙ্গল সাধন করতে পারবে অনেক বেশী। তোমরা সকলেই আমার এক একটা শক্তির ঘর সূর্যের ন্যায়। তোমরা সেই সত্যকে জেনে আমার শক্তির গবেষণা করো, দেখবে তা কিভাবে প্রকাশিত হয়। এই শক্তির প্রকাশ অন্তরে না ঘটলে কেউ সত্যকে জানতে পারে না কোন শাস্ত্রগ্রন্থ ইত্যাদি পাঠ করে। সত্যকে জানতে হয় নিজের শক্তির দ্বারা আমার সাথে সেতু বন্ধনের মাধ্যমে। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide