Home » » বেদ যজ্ঞ করে জেনে নাও জীব মাত্রই সকলেই এক ঈশ্বরের প্রতিনিধি হয়ে এখানে নিজ ধর্ম অনুসারে কর্ম করে জ্ঞান লাভ করতে আসে নিজের মুক্তির জন্যে।

বেদ যজ্ঞ করে জেনে নাও জীব মাত্রই সকলেই এক ঈশ্বরের প্রতিনিধি হয়ে এখানে নিজ ধর্ম অনুসারে কর্ম করে জ্ঞান লাভ করতে আসে নিজের মুক্তির জন্যে।

[ বেদ যজ্ঞ করে জেনে নাও জীব মাত্রই সকলেই এক ঈশ্বরের প্রতিনিধি হয়ে এখানে নিজ ধর্ম অনুসারে কর্ম করে জ্ঞান লাভ করতে আসে নিজের মুক্তির জন্যে।]
এখানে যারাই প্রাণ নিয়ে ভূমিষ্ঠ হয় তাঁরাই এক ঈশ্বরের প্রতিনিধি হয়ে কর্মের মাধ্যমে নিজের সনাতন ধর্ম রক্ষা করে তাঁর গুণগান করে নিজের জীবন উৎসর্গ করতে আসেন। তাই প্রথমেই মানুষকে স্থির বুদ্ধিতে এসে জানতে হবে তিনি এক ঈশ্বরের প্রতিনিধি ছাড়া দ্বিতীয় কেউ নন। নিজেকে ঈশ্বরের প্রতিনিধি ভাবতে শিখলেই মানুষের দ্বারা আর কোন অন্যায় কাজ হতে পারে না – কারণ তখন তিনি সদায় তাঁর প্রভুকে ভয় করে এই জ্ঞানপীঠে নিজের কর্ম করবেন সবার মঙ্গলের জন্যে। আর যারা মানুষকে এই সত্য না জানিয়ে কেবল নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে প্রচার করে নিজের মান- সম্মান- ইজ্জৎ প্রতিষ্ঠা করে মানুষের পূজা পেতে চান তাঁরা নিজের শয়তানী বুদ্ধি কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে যান। এই সত্য সব মানুষ না জানতে পারেন- যারা জানেন তাঁদের উচিত নিজে জেনে সেই সত্য সবায়কে জানিয়ে দেওয়া। যারা এই সত্য মেনে কাজ করবেন তাঁরাই ঈশ্বরের প্রিয় হয়ে যাবেন স্বাভাবিক পথ ধরে। তাঁর রাজত্বে মিথ্যাবাদীদের কোন আশ্রয় নেই—মিথ্যার দ্বারা ইহলোকে সাময়িক সুখ- আনন্দ লাভ করা যায় কিন্তু পরলোকে তাঁর স্থান হয় না। প্রত্যেক জীবের মধ্যেই শিব শক্তি পূর্ণ মাত্রাই বিরাজমান। তাই এই বিশ্বাস অন্তরে ধারণ করে যে মানুষ নিজেকে এক ঈশ্বরের প্রতিনিধি রূপে এই পৃথিবীতে সবার মঙ্গল চিন্তা করে কাজ করেন তিনিই মুক্ত পুরুষ হয়ে উঠেন—তাঁর কাছে আপন পর ভেদ থাকে না। ঈশ্বর যেমন সবার ক্ষেত্রে মঙ্গলময় তিনিও তাঁর প্রতিনিধি হয়ে সবার মঙ্গলময় সত্তা হয়ে প্রকাশিত হন। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide