[ বেদ যজ্ঞ করে তোমরা বিশ্বজননী মা দুর্গাকে আপন হৃদয় মন্দিরে ধারণ অজ্ঞান
বিনাশ কর।]
ব্রহ্মশক্তি সৎ, চিৎ ও আনন্দরূপা বিশ্বজননী
মা চণ্ডী সবার হৃদয় মন্দিরে অধিষ্ঠান করছেন। তিনি সচ্চিদানন্দরূপিণি ব্রহ্মমহর্ষি
মা চণ্ডী, ব্রহ্মবিদ্যা লাভ করার জন্যে তোমরা কেবল তাঁকেই আপন করে নিয়ে তাঁর
চিন্তা কর, তাঁকেই মনন কর- ধ্যান কর। তিনি ব্রহ্মা- বিষ্ণু ও শিবের শক্তি স্বরূপা
আদিশক্তি। তিনিই অগ্নি- বায়ু ও সূর্যের তেজ স্বরূপা। তিনি অজ্ঞান- অন্ধকার
বিনাশিনী, নিত্যমুক্তা, পরাৎপরা, অখণ্ড ব্রহ্মবিদ্যারূপিণি, চিদানন্দস্বরূপিণি,
প্রেমদাত্রী বিশ্বজননী। এই কল্যাণদায়িনী মাতাকে তোমরা হৃদয়পদ্ম মন্দিরে জাগ্রত করে
কেবল তাঁরই মনন কর- চিন্তা কর- ধ্যান কর। তিনিই তোমাদের বর্তমান- ভুত ও ভবিষ্যৎ
নিয়ন্ত্রণ করে জ্ঞান- বুদ্ধি- শক্তি দ্বারা সত্যে ধারণ করে হৃদয়ে আনন্দ উৎপন্ন
করবেন। ওঁ হ্রীং ক্লীং চামুণ্ডায়ৈ বিচ্চে।