Home » » বেদ যজ্ঞের মাধ্যমে তোমরা স্মৃতির উপাসনা কর তাহলেই জ্ঞানী হয়ে উঠবে।

বেদ যজ্ঞের মাধ্যমে তোমরা স্মৃতির উপাসনা কর তাহলেই জ্ঞানী হয়ে উঠবে।



[বেদ যজ্ঞের মাধ্যমে তোমরা স্মৃতির উপাসনা কর তাহলেই জ্ঞানী হয়ে উঠবে।]
মহাকাশের উপাসনার কথা বেদে বলা হয়েছে। এই মহাকাশের উপাসনা থেকেও মানুষের জন্যে শ্রেষ্ঠ হচ্ছে স্মৃতির উপাসনা। স্মৃতি লোপ পাওয়ার অর্থ মৃত্যু বা অন্ধকার জগতে প্রবেশ। যিনি মানবদেহে স্মৃতির গুরুত্ব উপলব্ধি করে তার সাধনা করেন, তাঁর উপরোক্ত সমস্ত সাধনায় স্বাভাবিকভাবে হয়ে চলে। এমন কি মৃত্যুর পরেও এই স্মৃতিকে ধরে রেখে পরের জন্মে জাতিস্মর হয়ে জন্ম গ্রহণ করা যায়। বিশ্ব চরাচরে ধ্যান- জ্ঞান- ভক্তি- শক্তি- বিদ্যা- বুদ্ধি সবকিছুকে ধরে রেখেছে এই স্মৃতি। তোমরা কথা দিয়ে কথা রক্ষা কর না—নিজেদের প্রতিশ্রুতি রক্ষা কর না- তাই প্রতিনিয়ত তোমাদের স্মৃতির ক্ষয় হতে হতে মৃত্যুকালে সব হারিয়ে নিঃস্ব হয়ে যাও—আর নিজের নামটাও মনে করতে পারো না। স্মৃতি বিহীন মানব জীবনের কোন মুল্য নেই। তাই যারা বেদ যজ্ঞের দ্বারা নিজ স্মৃতিকে নিজের অন্তরে সুরক্ষিত করে রাখে না – তারা আলোর অভাবে অন্ধকার ঘরেই ডুবে থাকে ও কেবল কালের কবলে পড়ে কলেবর পরিবর্তন করে জন্ম- মৃত্যুর স্বাদ গ্রহণ করতে থাকে। ওঁ শান্তি শান্তি শান্তি।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide